প্রচ্ছদ / সংবাদ / তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার বদরী কমিটির সদস্য সংগ্রহ চলছে!

তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার বদরী কমিটির সদস্য সংগ্রহ চলছে!

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!

প্রিয় মুসলিম ভাই ও বোনেরা!

আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে আহলে সুন্নত ওয়াল জামাতের সঠিক আকিদা বিশ্বাস প্রচার-প্রসার, দৈনন্দিন মাসআলা মাসায়েল, তাযকিয়া তাসাউফ, দাওয়াত ও তাবলীগ, আমল ও আখলাকী বিষয়ের প্রচার ও বাতিলপন্থীদের নানামুখী প্রশ্নের দলীলভিত্তিক জবাব লিখ প্রদান করার নিমিত্তে প্রতিষ্ঠিত হয়েছে তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ ও সহযোগী প্রতিষ্ঠান আহলে হক বাংলা মিডিয়া সার্ভিস। প্রাতিষ্ঠানিক রূপে হক ও হক্কানিয়াত প্রচারের নিমিত্তে গত রমজান মাস থেকে অফিসিয়াল পদ্ধতিতে চলে আসছে আমাদের কার্যক্রম।

আল্লাহ তাআলার রহমাতে অতি অল্প সময়ে আমাদের ওয়েব সাইট https://ahlehaqmedia.com/

এ সাইটে প্রকাশিত লেখা এবং অডিও ভিডিও ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ! সেই সাথে বাতিলপন্থীদের বিভ্রান্তি এবং অপপ্রচারের বিরুদ্ধে একটি সুদৃঢ় অবস্থান তৈরীতে শক্ত ভূমিকা রেখে চলছে।

প্রতিষ্ঠানটিকে স্থায়ীরূপ দেয়ার জন্য অনেক আহলে খায়ের একটি বদরী কমিটি করার আবেদন করে আসছেন। সেই প্রেক্ষিতে আহলে হক মিডিয়া সার্ভিসের জন্য তিনটি ক্যাটাগরি তথা ১- বাৎসরিক এক হাজার টাকা [১,০০০/=]। ২- বাৎসরিক তিন হাজার টাকা [৩,০০০/=]। ৩- বাৎসরিক পাঁচ হাজার টাকা [৫,০০০/=] হিসেবে ৩১৩ জন সদস্যের বদরী কমিটি করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

আগ্রহী ভাইদের নিম্নোক্ত তথ্যাবলীসহ দ্রুত আমাদের অফিসে যোগাযোগ করতে জানানো হচ্ছে-

নাম-

পিতার নাম-

অস্থায়ী ঠিকানা-

স্থায়ী ঠিকানা-

মেইল এড্রেস-

মোবাইল/ফোন-

বাৎসরিক চাঁদা পরিমাণ-

পরিশোধের সম্ভাব্য তারিখ-

বিঃদ্রঃ

# বছরের যে কোন সময় সদস্য হওয়া যাবে।

# বছরের যে কোন সময় বাৎসরিক চাঁদাটি পরিশোধ করা যাবে।

# একজন তিনটি ক্যাটাগরির যে কোন একটি বা একাধিক ক্যাটাগরির সদস্য হতে পারবেন।

# অল্প অল্প করেও জমা দেয়া যাবে।

নিজে সদস্য হয়ে অন্যদেরও সদস্য বানানোর জন্য ফিকির করে হক ও হক্কানিয়াতের মশাল উড্ডিন করার প্রত্যয় গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের তার দ্বীনের জন্য কবুল করুন। আমীন।

নিবেদক

মুফতী লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক– তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

১৫০/সি,ওয়াপদা রোড পশ্চিম রামপুরা, ঢাকা।

[রামপুরা পাওয়ার হাউজের দক্ষিণ পাশের ৬ষ্ঠ তলা]

একাউন্ট এড্রেস

islami bank bangladesh limited Branch Rampura 

Account No– 20502260202166316

সংক্ষেপে21663

Bikas– 01723785925।

মেইল[email protected]

মোবাইল-০১৭২৩৭৮৫৯২৫, ০১৯৬৬৬৩৮৩৫৬।

0Shares

আরও জানুন

মাহে রমজানে বিশেষ দুআর আবেদন!

السلام عليكم ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা! আপনাদের দুআর …

No comments

  1. m m abdullah makkah

    ধন্যবাদ অচিরেই যোগাযোগ করবো

  2. mohammad margub

    আমি বদরী কমিটির সদস্যের জন্য আবেদন করছি মাওলানা মুহাম্মাদ মারগুবুচ্ছুন্নাহ / পিতা মাওলানা আব্দুল মতিন / অস্থায়ী ঠিকানা ইয়ানবু আল বাহর মদিনা মোনাওয়ারা সৌদি আরাব স্থায়ী ঠিকানা শরাফতী বরুড়া কুমিল্লা
    বাৎসরিক তিন হাজার টাকা
    মোবাইল 00966508101734- Email- [email protected]

Leave a Reply to mohammad margub Cancel reply

Your email address will not be published. Required fields are marked *