প্রচ্ছদ / দুআ-দরূদ ও অজীফা / গায়রে মাহরাম মহিলাদের জন্য দুআ করা যাবে কি?

গায়রে মাহরাম মহিলাদের জন্য দুআ করা যাবে কি?

প্রশ্ন

assalamualikum wa rahmatullah…

মুফতী সাহেব,
গায়ের মাহরাম কোন মেয়ের জন্য দোয়া করা কি যায়েজ?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

দুআ সমস্ত মুসলমানদের জন্যই করা যায়। কিন্তু খারাপ নিয়তে দু্‌আ করা যাবে না।

রাসূল সাঃ সমস্ত মুমিনদের জন্যই দুআ করতেন। যার অসংখ্য নজীর হাদীসের কিতাবে বিদ্যমান।

মুসান্নাফ আব্দুর রাজ্জাক ও ইবনে আবী শাইবাতে সাহাবায়ে কেরাম থেকে ব্যাপক দুআর অসংখ্য নজীর পাওয়া যায়। যা প্রমাণ করে, সকল মুমিন মুসলমানদের জন্যই দুআ করা যাবে। শুধু যাবেই না, বরং উত্তমও বটে।

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- [email protected]

[email protected]

0Shares

আরও জানুন

জুলুমকারীর উপর লা’নত বর্ষণ করা যাবে কি?

প্রশ্ন লানত শব্দের বাংলা অর্থ জানতে চাই। লানত বলতে কি বুঝায় জানতে চাই। কেউ যদি …