প্রশ্ন
আসসালামু আলাইকুম।
হুজুর, আমি জানতে চাই যে, আমি হানাফী মাসলাক মানি। কিন্তু প্রশ্ন হল,
ঈদের দুই খুতবার ব্যাপারে সহীহ হাদীস থাকলে সনদের আলোচনাসহ জানাবেন।
প্রশ্নকর্তা- তানজিল, ঢাকা, বাংলাদেশ।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
রাসূল সাঃ ঈদের নামাযের পর দাঁড়িয়ে খুতবা দিতেন। [বুখারী-১/১৩১]
عَنْ عَبْدِ اللهِ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ يَخْطُبُ الْخُطْبَتَيْنِ، وَهُوَ قَائِمٌ، وَكَانَ يَفْصِلُ بَيْنَهُمَا بِجُلُوسٍ»
[التعليق] 1446 – قال الأعظمي: إسناده صحيح
হযরত আব্দুল্লাহ রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ দাঁড়িয়ে দুই খুতবা দিতেন এবং দুই খুতবার মাঝে বসতেন।
সুনানে কুবরা লিলবায়হাকী, হাদীস নং-১৭২৩।
সুনানে নাসায়ী কুবরা, হদীস নং-১৭৩৪।
সুনানে নাসায়ী, হাদীস নং-১৪১৬।
সহীহ ইবনে খুজাইমা-১/৭০০, হাদীস নং-১৪৪৬।
সুনানে দারা কুতনী, হাদীস নং-১৬৩০।
হাদীসটির সনদ সহীহ।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।