প্রচ্ছদ / জুমআ ও ঈদের নামায / ঈদের নামাযের পর দুই খুতবা দেয়ার কোন প্রমাণ আছে কি?

ঈদের নামাযের পর দুই খুতবা দেয়ার কোন প্রমাণ আছে কি?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

হুজুর, আমি জানতে চাই যে, আমি হানাফী মাসলাক মানি। কিন্তু প্রশ্ন হল,

ঈদের দুই খুতবার ব্যাপারে সহীহ হাদীস থাকলে সনদের আলোচনাসহ জানাবেন।

প্রশ্নকর্তা- তানজিল, ঢাকা, বাংলাদেশ।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

রাসূল সাঃ ঈদের নামাযের পর দাঁড়িয়ে খুতবা দিতেন। [বুখারী-১/১৩১]

عَنْ عَبْدِ اللهِ: أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ يَخْطُبُ الْخُطْبَتَيْنِ، وَهُوَ قَائِمٌ، وَكَانَ يَفْصِلُ بَيْنَهُمَا بِجُلُوسٍ»

[التعليق] 1446 – قال الأعظمي: إسناده صحيح

হযরত আব্দুল্লাহ রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ দাঁড়িয়ে দুই খুতবা দিতেন এবং দুই খুতবার মাঝে বসতেন।

সুনানে কুবরা লিলবায়হাকী, হাদীস নং-১৭২৩।

সুনানে নাসায়ী কুবরা, হদীস নং-১৭৩৪।

সুনানে নাসায়ী, হাদীস নং-১৪১৬।

সহীহ ইবনে খুজাইমা-১/৭০০, হাদীস নং-১৪৪৬।

সুনানে দারা কুতনী, হাদীস নং-১৬৩০।

হাদীসটির সনদ সহীহ।

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

আরও জানুন

মুসলমানদের জন্য হিন্দু পরিচয় দিয়ে ইসকনের মিছিলে শরীক হওয়ার হুকুম কী?

প্রশ্ন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের ধর্মীয় সাম্প্রদায়িক মিছিলে যেসব মুসলমান শরীক হয়, নিজেদের হিন্দু পরিচয় দেয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *