প্রশ্ন
From:Mujahid
Subject:
Country : Bangladesh
Mobile : Message Body:
Assalamu Alaikum.
Amar name Ahmadul hadi Mujahid, ekta multi national company te kaj kori.
Aamar kichu prosno achey jodi soriater alokey uttor ditey paren onek
upokrito hobo.
– amar wife hizab kore na.kintu ami takey bujhaisi ebong majhe modhe
kitab theke er fazilit/na korar khoti somporke pore sunai. kintu se
ekhno hizab suru kore nai.
dekha jay baire gele mathay kapor thake na. tar jama kapor shalin, 3/4
sleeve er jama pore, ami take bujhacchi full sleev porar jonno.
amar prosno holo, se jodi sothik vabey porda na kore, jader sathe
dekha korar onumuti nai ba thakleo poradr sathe dekha korte hobe.tader
sathe jodi dekha-sakkhat kore tahole ki amar gunah hobe? ami ekta
hadith e porsi je “je bekti pribarer kono oshot kaj/oslilota mene
nibey se hocche daiyus, r daiyus kokhno jannat e probesh korte parbe
na. ei bepar ta amake besh chintito kore.
arek ti bepar holo, ami ek bochor er moto hoise dari rakhsi ebong
sunnat e lebas e thakar chesta kori. er jonno amar wife er sathe majhe
modhe mono-malinno hoy. se bole tar o iche ami onnanno der moto smart
thaki, eto olpo boyos-e dari rakhar ki ase? ami takey bujhaisi ebong
hadith theke proman o dekhaisi je dari rakha purusher jonno wazib. se
bole ami jodi ekhn onno smart purusher dikey takai tahole amar kharap
lagbe.
amar ditito prosno holo – ami dari rakhar jonno jodi se onno kono
puruser dike takay se jonno ki amio gunar vagidar hobo?
prosner uttor gulo pele khub upokrito hobo.
জবাব:
بسم الله الرحمن الرحيم
ভাইজান! আপনি আপনার সাধ্যানুযায়ী আপনার স্ত্রীকে বুঝান। তাকে হারাম ও শরীয়ত গর্হিত কাজ থেকে বিরত রাখতে চেষ্টা করুন। সে না মানলেও আপনি আপনার চেষ্টা বন্ধ করবেন না। আপনার কথা না মানলে যার কথা আপনার স্ত্রী মানে তার মাধ্যমে তাকে বুঝান। বড় কোন আলেম বা বুযুর্গ ব্যক্তিদের দাওয়াত দিয়ে নিয়ে এসে বুঝাতে পারেন। কিংবা আখেরাতের বর্ণনা, কবরের আজাব, জাহান্নামের ভয়াবহ শাস্তির বর্ণনা সম্বলিত বাংলা বই তাকে পড়তে দিন।
আরো ভাল হয় মরহুম ফজলুল করীম পীর সাহেবের মৃত্যু ও কিয়ামত, হাশর-নশর সম্পর্কিত বয়ানগুলো তাকে শুনতে দিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে হক পথে তিনি ফিরে আসবেন।
আপনার না বুঝানোর কারণে, বা অবহেলার কারণে যদি আপনার স্ত্রী শরীয়তের বিধান না জানতে পারে, না মানতে পারে, তাহলে আপনি গোনাহগার হবেন। কারণ হাদীসে এসেছে
أن عبد الله بن عمر يقول سمعت رسول الله صلى الله عليه و سلم يقول ( كلكم راع وكلكم مسؤول عن رعيته الإمام راع ومسؤول عن رعيته والرجل راع في أهله وهو مسؤول عن رعيته والمرأة راعية في بيت زوجها ومسؤولة عن رعيتها والخادم راع في مال سيده ومسؤول عن رعيته
হযরত আব্দুল্লাহ বিন ওমর রাঃ বলেন-আমি রাসূল সাঃ কে বলতে শুনেছি যে, তিনি বলেছেন-প্রতিটি ব্যক্তিই দায়িত্বশীল। প্রতিটি ব্যক্তিই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ইমামগণ দায়িত্বশীল, তারা তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। পুরুষগণ তাদের পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, তারা তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। মহিলাগণ স্বীয় স্বামীর গৃহের দায়িত্বশীল, তারা তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। দাস-দাসীগণ দায়িত্বশীল তার মনিবের সম্পদের ব্যাপারে, তারা তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
সহীহ বুখারী, হাদীস নং-৮৫৩
সহীহ মুসলিম, হাদীস নং-৪৮২৮
সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৪৮৯
সুনানে আবু দাউদ, হাদীস নং-২৯৩০
মুসনাদে আহমাদ, হাদীস নং-৪৪৯৫
মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৫৩৭৭
মুসনাদুশ শামীন, হাদীস নং-২৯৫১
মুসনাদে আব্দ বিন হুমাইদ, হাদীস নং-৭৪৫
মুজামে ইবনে আসাকীর, হাদীস নং-১০৩
আর যদি আপনার পূর্ণ প্রচেষ্টা ও আন্তরিকতা সত্বেও সে দ্বীন সম্পর্কে গাফেল থাকে, তাহলে এতে আপনার কোন গোনাহ হবে না।
وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۚ وَإِنْ تَدْعُ مُثْقَلَةٌ إِلَىٰ حِمْلِهَا لَا يُحْمَلْ مِنْهُ شَيْءٌ وَلَوْ كَانَ ذَا قُرْبَىٰ ۗ إِنَّمَا تُنْذِرُ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَأَقَامُوا الصَّلَاةَ ۚ وَمَنْ تَزَكَّىٰ فَإِنَّمَا يَتَزَكَّىٰ لِنَفْسِهِ ۚ وَإِلَى اللَّهِ الْمَصِيرُ [٣٥:١٨]
কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে কেউ তা বহন করবে না-যদি সে নিকটবর্তী আত্নীয়ও হয়। আপনি কেবল তাদেরকে সতর্ক করেন, যারা তাদের পালনকর্তাকে না দেখেও ভয় করে এবং নামায কায়েম করে। যে কেউ নিজের সংশোধন করে,সে সংশোধন করে,স্বীয় কল্যাণের জন্যেই আল্লাহর নিকটই সকলের প্রত্যাবর্তন। {সূরা ফাতির-১৮}
দাড়ি রাখা ওয়াজিব। আপনার জানা কথাটি সঠিক। দাড়ি রাখা মুসলমান পুরুষের মুসলমানিত্বের নিদর্শন। যেমন পর্দায় থাকা মুসলমান নারীর মুসলমানিত্বের নিদর্শন।
দ্বীনের আবশ্যকীয় কোন বিধান পালন করতে গিয়ে যদি কেউ অসন্তুষ্ট হয়, তাহলে উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য দ্বীনের উপর আমল ছেড়ে দেয়া জায়েজ নয়। তাই আপনি দাড়ি রাখায় আপনার স্ত্রী অসন্তুষ্ট হলেও দাড়ি ফেলে দিবেন না। এটা আপনার জন্য জায়েজ হবে না।
রাসূল সাঃ ইরশাদ করেছেন-
لاَ طَاعَةَ فِى مَعْصِيَةِ اللَّهِ إِنَّمَا الطَّاعَةُ فِى الْمَعْرُوفِ
গোনাহের কাজে কারো কথা মানা যাবে না। মানা যাবে কেবল কল্যানী বিষয়।
সহীহ বুখারী, হাদীস নং-৬৮৩০
সহীহ মুসলিম, হাদীস নং-৪৮৭১
সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৫৬৯
সুনানে আবু দাউদ, হাদীস নং-২৬২৭
সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২৮৬৫
সুনানে তিরমিজী, হাদীস নং-১৭০৭
আল্লাহ তাআলা আপনার সকল পরীক্ষায় উত্তীর্ণ করে দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দিয়ে তার প্রিয়জনদের অন্তর্ভূক্ত করুন। সেই সাথে আল্লাহ তাআলার খাস রহমাতে আপনার স্ত্রীকে দ্বীনের সহীহ বুঝ দান করুন। আখেরাতে সম্বল সংগ্রহ করতে প্রস্তুতি নেওয়ার আগ্রহ সৃষ্টি করে দিন। আমীন। ছুম্মা আমীন।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
আপনি মাস্তুরাত জামাতে বের হতে পারেন …………এতে ইনশাআল্লাহ্ অপরিকল্পিত উপকার পাবেন ………যা ভাষায় প্রকাশ করা বা বুজানো সম্ভব ন্য ।
হ্যা আপনি কাকরাইল থেকে তাবলীগের মাস্তুরাত জামাতে বের হতে পারেন