প্রশ্ন
মাননীয় মাওলানা জনাব, লুৎফুর রহমান ফরায়েজী,
আবু হানিফা রহ. তার ছেলেকে ৫ লক্ষ হাদিস থেকে যে ৫ টি হাদিস অবশ্যই আমাল করতে বলছেন সেগুলি জানালে উপকৃত হব। আনুগ্রহ করে জানাবেন?
ওমর ফারুক আশুলিয়া, সাভার, ঢাকা, বাংলাদেশ.
Shamser Knit Fashions Ltd.
উত্তর
بسم الله الرحمن الرحيم
ইমাম আবূ হানীফা রহঃ মৃত্যুর আগে তার সন্তান হযরত হাম্মাদ রহঃ কে যে বিশটি নসীহত করেছিলেন।
এর মাঝে ১৯ নং নসীহত ছিল পাঁচ লাখ হাদীস থেকে নির্বাচিত করা পাঁচটি হাদীসের উপর আমলের জন্য সন্তানকে উদ্ধুদ্ধ করা।
সেই পাঁচটি হাদীস হলো:
১
إنَّما الأَعمالُ بالنِّيَّات
আমলের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল। [সহীহ বুখারী, হাদীস নং-১]
২
مِنْ حُسْنِ إِسْلاَمِ الْمَرْءِ تَرْكُهُ مَا لاَ يَعْنِيهِ
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক জনের ইসলামী সুন্দর গুনের অন্যতম হল অনর্থক বিষয় পরিত্যাগ করা। [সুনানে তিরমিজী, হাদীস নং-২৩১৭, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩৯৭৬]
৩
لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ
তোমাদের কেউ প্রকৃত মু‘মিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, যা তার নিজের জন্য পছন্দ করে। [সহীহ বুখারী, হাদীস নং-১৩, সুনানে তিরমিজী, হাদীস নং-২৫১৫]
৪
الْحَلاَلُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لاَ يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى الْمُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِيِنِهِ وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ كَرَاعٍ يَرْعَى حَوْلَ الْحِمَى، يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ. أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى، أَلاَ إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ، أَلاَ وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ. أَلاَ وَهِيَ الْقَلْبُ
হযরত নু’মান ইবনু বশীর রাঃ হতে বর্ণিত। তিনি বলেনঃ আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি যে, ‘হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট। আর এ দু’য়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয়- যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয়সমূহ হতে বেঁচে থাকবে, সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে। আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়ে, তার উদাহরণ সে রাখালের ন্যায়, যে তার পশু বাদশাহ্ সংরক্ষিত চারণভূমির আশেপাশে চরায়, অচিরেই সেগুলোর সেখানে ঢুকে পড়ার আশংকা রয়েছে। জেনে রাখ যে, প্রত্যেক বাদশাহরই একটি সংরক্ষিত এলাকা রয়েছে। আরো জেনে রাখ যে, আল্লাহর যমীনে তাঁর সংরক্ষিত এলাকা হলো তাঁর নিষিদ্ধ কাজসমূহ। জেনে রাখ, শরীরের মধ্যে একটি গোশতের টুকরো আছে, তা যখন ঠিক হয়ে যায়, গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়। আর তা যখন খারাপ হয়ে যায়, গোটা শরীরই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখ, সে গোশতের টুকরোটি হল অন্তর। [সহীহ বুখারী, হাদীস নং-৫২, সহীহ মুসলিম, হাদীস নং-১৫৯৯, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩৯৮৪]
৫
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللهُ عَنْهُ
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে-ই প্রকৃত মুসলিম, যার জিহবা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ এবং সে-ই প্রকৃত মুহাজির, আল্লাহ যা নিষেধ করেছেন তা যে ত্যাগ করে। [সহীহ বুখারী, হাদীস নং-১০, সহীহ মুসলিম, হাদীস নং-৪০]
দ্রষ্টব্য:
জামিউল উসূল ফীল আউলিয়া, শায়েখ জিয়াউদ্দীন আহমাদ বিন মুস্তাফাকৃত, পৃষ্ঠা-৩১২-৩১৩।
ওসিয়্যাতুল ইমাম আবী হানীফা লিইবনিহী হাম্মাদ-৭-৮।
বুস্তানুল মুহাদ্দিসীন, শাহ আব্দুল আজীজ দেহলবী রহঃ কৃত, পৃষ্ঠা-৮০-৮১।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]