প্রচ্ছদ / আধুনিক মাসায়েল / ভ্রমণের ভিডিও করা ও ইন্টারনেটে আপলোড করার হুকুম কী?

ভ্রমণের ভিডিও করা ও ইন্টারনেটে আপলোড করার হুকুম কী?

প্রশ্ন

আসসালামুআলাইকু।

আচ্ছা আমি যদি কোনো জায়গায় ঘুরতে গেলে ভিডিও করে সেটা ইউটিউব এ ছাড়ি, ভিডিও তে কোন ধরনের গান বা মেয়েদের ছবি এগুলো না থাকে তাহলে কি এরকম ভিডিও করা ঠিক হবে।

এই ভিডিও গুলা দেখে মানুষ একটু মজা পাবে, সবাই একটু দেকবে আর আমিও পরে দেখবো, মানুষকে দেখাবো।

এগুলো করা কি ঠিক হবে?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

  ভিডিও করার বৈধতা নিয়ে উলামায়ে কেরামগণের মাঝে মতভেদ আছে।

যারাও জায়েজ বলেছেন, তারা শর্ত করেছেন যে, দুনিয়াবী বা দ্বীনী কোন উপকার তাতে থাকতে হবে। অনর্থক ভিডিও করাও উচিত নয়।

তাই শুধু মজার জন্য ভিডিও করা পরিহার করা উচিত।

তবে যদি দুনিয়াবী বা দ্বীনী কোন উপকার থাকে তাহলে করা যেতে পারে।  

واما الصورة التى ليس لها ثبات واستقرار، وليست منقوشة على شيئ يصفة دائمة فإنها باالظل اشبه (الى قوله) فان الصورة لا تستقو على الكيسرا الى الشاشة وتظهر عليها بترتيبها الأصلى ثم تفتى وتزول، (تكملة فتح الملهم-4/164)

فإطلاق الإباحة في التصوير الفوتوغرافي، وأنه ليس بتصوير وإنما هو حبس للظلّ، مما لا ينبغي أن يقال، بل يقتصر فيه على حد الضرورة، كإثبات الشخصية، وكلِّ ما فيه مصلحة دنيوية مما يحتاج الناس إليه والله تعالى أعلم. (روائع البيان في تفسير آيات الأحكام لمحمد على ا لصابونى-2/300، سورة السبأ تحت رقم الآية-13)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

তালাকের পর ইদ্দত আদায় না করেই দ্বিতীয় বিবাহের পর সন্তান হয়ে গেলে করণীয় কী?

প্রশ্ন আচ্ছালামুয়ালাইকু,,, প্রশ্ন-মহিলা ও তার স্বামীর সাথে ১ বছরের মত যোগাযোগ নাই, অতঃপর তাকে তালাক …