প্রশ্ন
আসসালামু……..
আমি এক্তা ব্যাপারে জানতে চাই সেটা হল “আমাদের এখানে কিছু আহলে হাদিস আছেন তারা বলেন যে , জুম্মার দিনে ঈদ হলে সেদিন আর জুম্মা পরতে হবে না ” ।
এ সম্পর্কে তারা আবু দাউদ শরীফ থেকে উদ্ধৃতি দেয় ।
সেই কারনে বহু সাধারন মানুষ বিভ্রান্তে পরে আছে । এ ব্যাপারে কোরআন ও হাদিসের দলিলসহ বিস্তারিত জানালে উপক্রিত হবো ।
নাম- মোঃ আজহার উদ্দিন
থানা-ডানকুনি, জেলা- হুগলী
দেশ- ভারত
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
জুমআর নামায আদায় করা ফরজ। পবিত্র কুরআনের সুষ্পষ্ট নির্দেশের মাধ্যমে তা প্রমাণিত। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ [٦٢:٩
মুমিনগণ, জুমআর দিনে যখন নামাযের আযান হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের পানে ত্বরা কর, এবং বেচাকেনা বন্ধ কর। এটা তোমাদের জন্যে উত্তম যদি তোমরা বুঝ। {সূরা জুমআ-৯)
তাই ঈদের দিনও তা আদায় করতে হবে। কোন সহীহ হাদীস দিয়ে একথাটি প্রমাণিত নয় যে, রাসূল সাঃ ঈদের দিন জুমআর নামায পড়েন নি।
আবু দাউদসহ কিছু হাদীসের কিতাবে একথা আছে যে, রাসূল সাঃ ঈদের নামাযের পর জুমআর নামায পড়াকে ইচ্ছাধীন হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু তিনি নিজে ঈদের নামাযের পর জুমআর নামায পড়েননি একথা কোন হাদীসে আসেনি। সুতরাং ঈদের দিন জুমআর নামায না পড়া ঠিক নয়।
ফুক্বাহায়ে কেরাম রাসূল সাঃ এর ঈদের দিন জুমআর নামায ইচ্ছাধীন হওয়ার সুযোগ দেয়ার ব্যাখ্যায় বলেন যে, মূলত ঈদের দিন গ্রামাঞ্চল থেকে লোকজন মদীনায় এসে রাসূল সাঃ এর সাথে ঈদের নামাযে শরীক হতো, রাসূল সাঃ মূলত তাদের বলেছেন যে, তোমাদের ইচ্ছে, জুমআর নামায পড়েও গ্রামে ফিরতে পার, কিংবা এর আগেও ফিরতে পার। কারণ গ্রামে জুমআর পড়া জায়েজ নেই। এ কারণে রাসূল সাঃ এ সুযোগ তাদের জন্য দিয়েছেন। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি সবার ক্ষেত্রেই প্রযোজ্য হতো, তাহলে রাসূল সাঃ নিজে জুমআ পড়তেন না। অথচ এমন কোন বর্ণনা কোথাও নেই। তাই ঈদের দিনও জুমআর নামায পড়া আবশ্যক।
আর যারা নিজেদের রাসূল সাঃ এর অনুসারী দাবিদার বলে থাকেন, তারা কি করে রাসূল সাঃ এর সর্বদারআমল ছেড়ে দিতে পারে?
দ্রষ্টব্য
ফাতওয়া শামী-২/১৬৬
বাদায়েউস সানায়ে-১/২৭৫
মশকিলুল আসার লিত তাহাবী-২/৫২
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
ইমেইল- ahlehaqmedia2014@gmail.com