প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / কুরবানীর জন্য মান্নতকৃত পশুতে আকীকার অংশ রাখা যাবে?

কুরবানীর জন্য মান্নতকৃত পশুতে আকীকার অংশ রাখা যাবে?

প্রশ্ন

মুহতারাম মুফতি সাহেব, আমার জানার বিষয় হলো,

একজন মানুষ বললো, একটি গরুর ষাঁড় বা গাভি প্রসব করলে আমি প্রথমটি কোরবানি দিব ।

এখন আমার জানার বিষয় হল ওই ষাঁড় দ্বারা কুরবানীর সহ আকিকা দেওয়া যাবে কিনা নাকি শুধুমাত্র কুরবানী দিতে হবে।

উত্তর

بسم الله الرحمن الرحيم

শুধুই কুরবানী করতে হবে। আকীকা দেয়া যাবে না।  

وليوفوا نذورهم (سورة الحج-29)

عن ابن عباس رضى الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: …… من نذر نذرا أطاقه فليف به (سنن ابى داود، رقم-3322، سنن ابن ماجه، رقم-2128)

لحديث من نذر وسمى فعليه الوفاء بما سوى كصوم (الدر المختار مع رد المحتار، دار الفكر بيروت-3/735، دار احياء التراث العرى بيروت-5/412)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

মান্নতের কুরবানী কখন করবে?

প্রশ্ন মাননীয় মুফতী সাহেবের নিকট আমার আরজ এই যে,আমি মান্নত করেছিলাম যে, আমার ছেলে সস্থ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *