প্রশ্ন
কাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম,
কুয়েত অয়েল কোম্পানী,
আল-আহমাদী,
কুয়েত।
মুহতারাম!
আচ্ছালামু আলাইকুম! কেমন আছেন? আমরা আল্লাহর রাহমাতে ভালোই আছি। মুহতারাম! আপনার সাইট থেকে তাহাজ্জুত নামাজের নিয়ম জানতে গিয়ে আপনার ইমেইল পেলাম। এবং আপনার দলিল সহকারে বর্ণনাগুলি আমার খুবই ভালো লেগেছে এমনকি আমার অনেকদিনের কিছু প্রশ্নের জবাব সেখানে পেয়েছি বিধায় আপনার থেকে আরো উপকৃত হতে আশা করছি। তাই নিম্নে কিছু প্রশ্ন পাঠালাম আপনার সময়মত উত্তর দিলে আমরা প্রবাসে অনেকেই উপকৃত হবো ইনশাআল্লাহ॥ সেইসাথে আপনার দীর্ঘায়ু কামনা করছি মহান আল্লাহর দরবারে।
প্রশ্ন
জাহাজ্জুদ ও বিতরের নামাজ জামাতে পড়া যাবে কি?
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিতিরের নামায শুধু রমজান মাসে জামাতের সাথে পড়া উত্তম। অন্য মাসে পড়বে না। ঘটনাক্রমে একদিন হয়ে গেলে সমস্যা নেই। কিন্তু সর্বদা পড়ার অভ্যাস করা মাকরূহে তাহরিমী।
তাহাজ্জুদসহ সকল প্রকার নফল নামাযের জামাত কাউকে ডাকা ছাড়া ইমাম ব্যতিত দু’জন হলে জায়েজ, তিনজন হলে মতভেদ আছে, চারজন হলে জায়েজ নেই সর্বসম্মতিক্রমে।
فى طحطاوى على مراقى الفلاح- ( ويوتر بجماعة ) استحبابا ( في رمضان فقط ) عليه إجماع المسلمين لأنه نقل من وجه والجماعة في النقل في غير التراويح مكروهة فالاحتياط تركها في الوتر خارج رمضان وعن شمس الأئمة أن هذا فيما كان على سبيل التداعي أما لو اقتدى واحد بواحد أو اثنان بواحد لا يكره وإذا اقتدى ثلاثة بواحد اختلف فيه وإذا اقتدى أربعة بواحد كره اتفاقا (حشية الطحطاوى على مراقى الفلاح، كتاب الصلاة، باب الوتر واحكامه-386)
তথ্যসূত্র
১-তাহতাবী আলা মারাকিল ফালাহ-৩৮৬
২-আল বাহরুর রায়েক-১/৩৪৫
৩-ফাতওয়া শামী (নুমানিয়া প্রকাশনী)-১/৩৭১
৪-ফাতওয়া তাতারখানিয়া-(করাচী প্রকাশনী)-১/৬৭০
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।