প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / উত্তেজনার সাথে স্পর্শ করা মেয়ের মাকে বিবাহ করা যাবে কি?

উত্তেজনার সাথে স্পর্শ করা মেয়ের মাকে বিবাহ করা যাবে কি?

প্রশ্ন

জনৈক ব্যক্তি, এক মহিলার সাথে হারাম সম্পর্কে লিপ্ত হয়,জিনা (সহবাস)হয়।

পরবর্তীতে তার মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত হয়ে যায়, কিন্তু জিনা (সহবাস) করেনি।

জনৈক ব্যক্তি নিজের ভুল বুঝতে পেরে খালিস তাওবা করে। আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে।  

উক্ত মহিলা টি বিধবা হওয়ার পর, ওই ব্যক্তি চাচ্ছে উক্ত মহিলাকে বিবাহ করতে।  

জনৈক ব্যক্তি কি উক্ত মহিলাকে বিবাহ করতে পারবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

সম্পর্কে লিপ্ত হবার অর্থ যদি এই হয় যে, তাকে উত্তেজনার সাথে স্পর্শ করা হয়ে থাকে কোন প্রকার প্রতিবন্ধকতা ছাড়া। যেমন মোটা কাপড় যার কারণে শরীরের উষ্ণতা অনুভব হয় না। এমন কিছু ছাড়া যদি সরাসরি উত্তেজনার সাথে স্পর্শ করা হয়, বা চুম্বন করা হয়ে থাকে, তাহলে উক্ত মেয়ের  মাকে বিবাহ করা হারাম।

তাই আগে যে যিনার গোনাহ করেছেন ঐ জনৈক ব্যক্তি, সেইজন্য আল্লাহর কাছে কায়মানোবাক্যে ক্ষমা চাইতে হবে। যিনা খুবই মারাত্মক গোনাহ।

وَلَا تَقْرَبُوا الزِّنَا إِنَّهُ كَانَ فَاحِشَةً وَسَاءَ سَبِيلًا ﴿الإسراء: ٣٢

ومن مسته امرأة بشهوة حرمت عليه امها، وابنتها، قال فى التفح: قوله بشهوة أى بدون حائل (فتح القدير، قديم زكريا-3/213، كويته-3/129، كرتاشى-3/33، زكريا-4/108، الفتاوى الهندية-1/274، جديد-1/340)

حرم أيضا بالصهرية أصل مزنيته وأصل ممسوته بشهوة…… وفروعهن (الدر المختار مع رد المحتار، زكريا-4/107-108، كرتاشى-3/32)

ومن مسته امرأة بشهوة حرمت عليها أمها وابنتها (هداية-2/309)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

আব্দুল কাদীর জিলানী রহঃ কি কবরে মুনকীর নকীরকে সালাম না দেয়ায় আটকে রেখেছিলেন?

প্রশ্ন আসসালামু আলাইকুম একটি প্রশ্ন, অনেকে বলে হযরত আব্দুল কাদির জিলানী (রহঃ) কবরে নাকি ফেরেশতাদেরকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *