প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / সরকারী চাকুরীজীবিদের বৈশাখী বোনাস গ্রহণের হুকুম কী?

সরকারী চাকুরীজীবিদের বৈশাখী বোনাস গ্রহণের হুকুম কী?

প্রশ্ন

আসসালামু আলাইকুম।

জনাব, আমি একটি দাখিল মাদ্রাসার একজন সহকরী মৌলবী। আপনারা অবগত আছেন যে, সরকার এ বছর থেকে পহেলা বৈশাখ উদযাপনের জন্য বৈশাখী ভাতা নামে ২০% বোনাস দিয়েছে।

আমার প্রশ্ন হলো, পহেলা বৈশাখ উদযাবন যেহেতু জায়েজ নয়, সেহেতু এই উপলক্ষ্যে ভাতা গ্রহণ করা জায়েজ কিনা?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

এ বোনাস নেয়াতে কোন সমস্যা নেই। এর সরকারের পক্ষ থেকে হাদিয়া হিসেবে গণ্য হবে।  

عن على عن النبى صلى الله عليه وسلم إن كسرى أهدى له فقبل، وإن الملوك أهدوا إليه فقبل منهم (سنن الترمذى، النسخة الهندية-1/286، رقم-1624)

وقبل من شخص علم أنه لا يقل صلابته وعزته فى حقه ولا يلين بسبب قبول الهدية (الفتاوى الهندية-5/348، جديد-5/402، الفتاوى التاتارخانية-18/169، رقم-28385، المحيط البرهانى-8/71، رقم-9610)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

 

0Shares

আরও জানুন

মোবাইল মেমোরী হেডফোন সাউন্ড বক্স বিক্রি এবং চুরিকৃত মোবাইলের লক খোলা কি জায়েজ?

প্রশ্ন আসসালামু আলাইকুম। হযরত আপনার কাছে কিছু প্রশ্নঃ- ১ মোবাইল, মেমোরি, হেডফোন, সাউন্ড বক্স ইত্যাদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *