প্রচ্ছদ / অজু/গোসল/পবিত্রতা/হায়েজ/নেফাস / ব্যান্ডেজের উপর মাসেহ করা সম্ভব না হলে করণীয় কি?

ব্যান্ডেজের উপর মাসেহ করা সম্ভব না হলে করণীয় কি?

প্রশ্নঃ

আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।
হুজুর!  মোটরসাইকেল এক্সিডেন্ট আমার বাম পায়ের গিড়া ফেটে যায়।  ডাক্তার পাকা ব্যান্ডেজ দিয়েছে।  ডাক্তার বলেছেন, পানি লাগনো যাবে না। এখন মাসেহ করলে আঙ্গুলের আদ্রতায় ব্যান্ডেজ নষ্ট হয়ে যায়।  এখন আমি ওই পাকা ব্যান্ডেজে কিভাবে মাসেহ করব এবং মাসেহ করতে গেলে কি হাত ভিজিয়ে তারপরে কাপড়ে মুছে একদম শুকিয়ে মাসেহ করা যাবে কি?  মাসেহ করার সময় কি সম্পূর্ণ ব্যান্ডেজ এ হাতের স্পর্শ লাগা শর্ত কিনা?  জানালে উপকৃত হব।

মুহাম্মদ নিজাম উদ্দিন, বরিশাল।
From: MD Nizamuddin [email protected]

উত্তরঃ
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
حامدا ومصليا ومسلما

প্রশ্নোক্ত ক্ষেত্রে উল্লেখিত অবস্থায় যদি ক্ষতস্থানে পানি ঢালা ক্ষতিকর হয়, তবে সেই স্থানে মাসেহ করাই যথেষ্ট। আর যদি মাসেহ করাও ক্ষতিকর হয়, তবে সেখানে ব্যান্ডেজ বেঁধে ব্যান্ডেজের ওপর মাসেহ করে নেবে। আর যদি ব্যান্ডেজ বাঁধা এবং তার ওপর মাসেহ করাও ক্ষতিকর হয়, তাহলে সে ক্ষেত্রে মাসেহও মাফ শরীরের বাকি অংশ ধুয়ে নিলেই অজু সম্পন্ন হয়ে যাবে। ইনশাআল্লাহ।

(علم الفقہ :۹۳/۱)

قال الحصکفی:
” ویمسح نحو(مفتصد وجریح علی کل عصابة مع فرجتها في الأصح”.
قال ابن عابدین:
”(قوله: على کل عصابة) أي علی کل فرد من أفرادهاسواء کانت عصابة تحتها جراحة وهي بقدرها أوزائدة علیهاکعصابة المفتصد، أولم یکن تحتهاجراحة أصلاً، بل کسر أوکي، وهذا معنی قول الکنز: کان تحتهاجراحة أولا، لکن إذا کانت زائدة علی قدرالجراحة فإن ضرّه الحل والغسل مسح الکل تبعاً، وإلافلا”. (ردالمحتار:ج؍۱،ص؍۲۸۰،باب التیمم، مطلب في لفظ کل إذا دخلت علی منکر أومعرف

والله أعلم بالصواب
উত্তর লিখনে,
মুহা. শাহাদাত হুসাইন , ছাগলনাইয়া, ফেনী।
সাবেক শিক্ষার্থী: ইফতা বিভাগ
তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
সত্যায়নে
মুফতী লুৎফুর রহমান ফরায়েজী দা.বা.
পরিচালক– তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

0Shares

আরও জানুন

দ্রুত বিবাহের আমল

প্রশ্ন আসসালামু আলাইকুম। হযরত আমার বর্তমান বয়স প্রায় ২৫ বছর। তাই দ্রুত বিবাহ করতে চাচ্ছি …

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস