প্রশ্ন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লহ ওয়া বারাকাহ,
আমি আপনাদের এই ওয়েব সাইট এর একজন নিয়মিত পাঠক, তালাক ও ডিভোর্স অধ্যায়ে সব কিছুর উত্তর ই চলে আসছে, আলহামদুলিল্লাহ।
তারপর ও একটা প্রশ্ন মনে আসছে,
কোন স্বামী যদি উপযুক্ত কারনে তার স্ত্রী কে তালাক দিতে চায়, কিন্তু তার মোহরানা অধিক হওয়ায় একসাথে পরিশোধের সামর্থ নাই, এবং স্ত্রী থেকে মাফ করিয়ে নেয় নাই, বা নেওয়ার ইচ্ছা নাই,
এক্ষেত্রে মাসয়ালা কি হবে হুযুর জানিয়ে উপকৃত করবেন।
আল্লাহ আপনাকে এই কাজের উত্তম বিনিময় দান করুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লহ ওয়া বারাকাতুহ।
উত্তর
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মহরের বিনিময়ে খোলা তালাক দিতে পারেন।
فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ ﴿البقرة: ٢٢٩﴾
عَنِ ابْنِ عَبَّاسٍ «أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ، ثَابِتُ بْنُ قَيْسٍ مَا أَعْتِبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلَا دِينٍ وَلَكِنِّي أَكْرَهُ الْكُفْرَ فِي الْإِسْلَامِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ؟ قَالَتْ: نَعَمْ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اقْبَلِ الْحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً (صحيح البخارى، رقم-5273)
وإن تشاق الزوجان وخافا ان لا يقيما حدود الله فلا بأس بأن تفتدى نفسها منه بمال يخلعها (هداية، كتاب الطلاق، باب الخلع، اشرفى-2/404، الفتاوى التاتارخانية-5/5، رقم-7071)
قال محمد فى الاصل: إذا قال الرجل لامرأته: انت طالق بألف درهم، فقبلت طلقت وعليها ألف درهم (الفتاوى التاتارخانية-4/600، رقم-1037)
وإن طلقها على مال فقبلت وقع الطلاق ولزمها المال (هداية-2/405)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: জামিয়াতুস সুন্নাহ কামরাঙ্গিরচর, ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]