প্রশ্ন
বরাবর,
মুফতী সাহেব
বিষয়: নিম্নলিখিত বিষয়ে ফাতওয়া প্রদান প্রসঙ্গে।
জনাব মুফতী সাহেব হুজুর!
আমাদের এলাকার এক জামে মসজিদে জনৈক আলেম কয়েক বৎসর যাবত ইমামতি করে আসছেন। আমরা সকলেই হানাফী ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী। তিনিও এ পরিচয়েই ইমামতি করছেন। হঠাৎ কিছুদিন পূর্বে নির্ভরযোগ্য চাক্ষুস প্রমানে আমরা জানলাম যে, তিনি দীর্ঘ ২০ বৎসর যাবত লা-মাযহাবী এলাকার ঈদগাহে ইমামতী করছেন। সেখানে দুই ঈদের নামাযে অতিরিক্ত ১২ তাকবীরের সাথেই আদায় করেন। উল্লেখ্য যে, ঐ লা-মাযহাবীরা তাক্বলীদ বা মাযহাব মান্য করাকে শিরক বলে। এমতাবস্থায় আমরা দ্বিধা-দ্বন্দ্বের মাঝে পড়েছি যে, এ ইমামের পিছনে আমাদের ইকতিদা কি শুদ্ধ হচ্ছে? দয়া করে শরয়ী ফায়সালা প্রদান করে আমাদের ঈমান-আক্বিদার হিফাযতের সুমহান সওয়াব গ্রহণ করুন।
নিবেদক
মুহাম্মদ আব্দুর রহীম
আক্কেলপুর, জয়পুরহাট
তারিখ-০৭/০৭/১২ ইং
জবাব
بسم الله الرحمن الرحيم
যে লা-মাযহাবী বা গায়রে মুকাল্লিদ ব্যক্তি তাক্বলীদকে শিরক বলে না, এবং আইয়িম্মায়ে কিরাম তথা ইমাম আবু হানীফা রহঃ, ইমাম শাফেয়ী রহঃ, ইমাম আহমাদ বিন হাম্বল রহঃ, ইমাম মালেক রহঃ দের সমালোচনা করে না, পবিত্রতা ও নামায পড়ার ক্ষেত্রে হানাফী মাযহাবের পদ্ধতিতে নামায পড়ায়, যদিও সে নির্দিষ্ট কোন মুজতাহিদ ইমামের তাক্বলীদ না করে। সে শুধু মাত্র হাদীস দ্বারা প্রমাণিত বিষয়ের উপর দ্বীনদারীর সাথে আমল করে। তাহলে উক্ত ব্যক্তির পিছনে নামায পড়া জায়েজ আছে। অন্যথায় জায়েজ নয়।
তাহলে মোট ৪টি শর্তে উক্ত ব্যক্তির পিছনে নামায পড়া জায়েজ। যথা-
১-তাক্বলীদকে শিরক বলে না।
২-মুজতাহিদ ইমামদের সমালোচনা করে না।
৩-পবিত্রতা ও নামাযের ক্ষেত্রে হানাফী মাযহাবের শর্তের প্রতি লক্ষ্য রেখে নামায পড়ায়।
৪-দ্বীনদারীর সাথে হাদীসের উপর আমল করে। {ফাতওয়ায়ে মাহমুদিয়া-১০/৩৫৩-৩৫৪}
فى رد المحتار- إن علم أنه راعى في الفروض والواجبات والسنن فلا كراهة ، وإن علم تركها في الثلاثة لم يصح ، وإن لم يدر شيئا كره لأن بعض ما يجب تركه عندنا يسن فعله عنده فالظاهر أن يفعله ، وإن علم تركها في الأخيرين فقط ينبغي أن يكره لأنه إذا كره عند احتمال ترك الواجب فعند تحققه بالأولى ، وإن علم تركها في الثالث فقط ينبغي أن يقتدي به لأن الجماعة واجبة فتقدم على تركه كراهة التنزيه ا هـ (رد المحتار، كتباب الصلاة، باب الإمامة، مطلب فى الإقتداء بشافعى ونحوه-1/563
তথ্যসূত্র
ফাতওয়ায়ে শামী-১/৫৬৩
ইমদাদুল ফাতওয়া-১/৩৮৫
কেফায়াতুল মুফতী-১/৩২৪-৩২৫
ফাতওয়ায়ে মাহমুদিয়া-১০/৩৫৩-৩৫৪
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।