প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / যাকাতের টাকায় ভ্যাট প্রদান ও ট্যাক্স ফাঁকি দেয়ার হুকুম কী?

যাকাতের টাকায় ভ্যাট প্রদান ও ট্যাক্স ফাঁকি দেয়ার হুকুম কী?

প্রশ্ন

আসসালামুআলাইকুম। মোহতারাম, একটি বিষয় নিয়ে কিছুদিন যাবত পেরেশানিতে আছি।

০১.আমার বছরে যদি ১০ লাখ টাকা যাকাত আসে, আর সরকার পক্ষ থেকে উদাহরণস্বরূপ 2 লাখ টাকা কর আসে তাহলে যাকাতের টাকা থেকে দুই লাখ কর আদায় করে বাকি ৮ লাখ যাকাত দিলে তা আদায় হবে কিনা?

০২. সরকারের পক্ষ থেকে যদি অতিরিক্ত কর চাপিয়ে দেওয়া হয়, যা যুলুমের নামান্তর তাহলে তা দিতে অনীহা প্রকাশ করলে এবং না দিলে গোনাহ কিনা?

আশা করি এ ব্যাপারে শরয়ী সমাধান দিয়ে কৃতজ্ঞ করবেন। আসসালামু আলাইকুম

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

১ দশ লাখ টাকা যাকাত আসলে পুরো দশ লাখ টাকাই যাকাত দিতে হবে। দুই লাখ সরকারী ট্যাক্স দিলে তা যাকাত হিসেবে আদায় হবে না। যাকাত হিসেবে উপরোক্ত টাকা যিম্মায় বাকি থাকবে।

সুতরাং যতো টাকার যাকাত আবশ্যক হয়, পুরো টাকাই যাকাত হিসেবে প্রদান করা আবশ্যক। ২ অযৌক্তিক ও জুলুমানা কর না দিলে কোন গোনাহ হবে না।  

إنما الصدقات للفقراء والمساكين (سورة التوبة-60)

مصرف الزكاة والعشر هو فقير (رد المحتار، زكريا-3/283، كرتاشى-2/339)

ويشترط أن يكون الصرف تمليكا لا إباحة (رد المحتار، زكريا-3/291، كرتاشى-2/344)

ولا ينبغي للسلطان أن يسعر على الناس” لقوله عليه الصلاة والسلام: “لا تسعروا فإن الله هو المسعر القابض الباسط الرازق” ولأن الثمن حق العاقد فإليه تقديره فلا ينبغي للإمام أن يتعرض لحقه إلا إذا تعلق به دفع ضرر العامة (الهداية، كتاب الكراهية، فصل فى البيع-4/4722، الجوهرة النيرة، كتاب الحظر والإباحة، فصل بيع السلاح فى أيام الفتنة، المطبعة الخيرية-2/286، وكذا فى البدائع الصنائع-5/129)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

‘সুন্দর সম্পর্ক কেন নষ্ট করে দিলা’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন আস্সালামুআলাইকুম মুফতি সাহেব, এই প্রশ্ন কয়েকটা আগেও করেছিলাম, উত্তর না পেয়ে আবার করছি| ওয়াসওয়াসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *