প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন

আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা একটা ফেইসবুকের পোষ্ট কে কেন্দ্র করে; পোষ্টটি হুবহু তুলে ধরা হলোঃ- “ধর্মভীরুতার মধ্যে কল্যাণ,আর ধর্মান্ধতার মধ্যে রয়েছে অ-কল্যাণ! ঘটনাটি ২০১১ সালের হবে; আমাদের এলাকায় জাতীয় পরিচয় পত্র (ভোটার আইডি কার্ড-NID) এর কার্যক্রম শুরু হলে ইউনিয়ণ পরিষদ কার্যালয়ে যাঁরা তখনও ভোটার হননি এবং যাঁদের বয়স ১৮+ হয়েছে তাদের নির্দিষ্ট তারিখ ও দিনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নির্ধারিত রুমে প্রার্থীদের ছবি তোলার কাজ চল ছিল৷ এমতাবস্থায় আমার আগে একজন পর্দানশীলা মহিলার(তিনি আমাদের এলাকার হুজুরের বউ) পর্যায়ক্রমে ছবি তোলার সময়  জাতীয় পরিচয় পত্রের জন্য যাঁরা কম্পিউটার অপারেটর এবং ছবি তোলার কাজ করছিলেন,তাদের সামনে মুখের নেকাব না খুলে ছবি তোলার জন্য বলছিলেন ৷ যাঁরা সেখানে উপস্থিত ছিলেন তারা তাকে বললেন আপনাকে ভোটার হতে হলে মুখ বের করে তারপর ছবি তুলতে হবে ৷ এমতাবস্থায় তিনি পর পুরুষের সামনে মুখ খুলবেন না বলে উক্ত স্থান ত্যাগ করে চলে আসলেন! তিনি উক্ত কাজ করে কি ইসলামের হুকুম পালন করেছেন? নাকি তিনি ধর্মান্ধতার পরিচয় দিয়েছেন ? জানতে আগ্রহী ৷ ( বলা বাহুল্য বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় পরিচয় পত্র/স্মার্ট আইডি কার্ডের গুরুত্ব আমরা সবাই জানি)৷ আশা করছি আমার প্রশ্নের ব্যাপারে কুরআন ও সুন্নাহ মোতাবেক উত্তর দিয়ে ধন্য করবেন প্লিজ৷ ধন্যবাদান্তে; আনিসুর রহমান কেশবপুর,যশোর৷

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যেহেতু এনআইডি কার্ড আমাদের অনেক কাজেই প্রয়োজন। এ দেশের বৈধ নাগরিকত্বের প্রমাণসহ অনেক কাজেই এখন জাতীয় পরিচয়পত্রকে বাধ্যতামূলক করা হয়েছে। এসব কারণে এনআইডি কার্ড করতে গিয়ে প্রয়োজনমাফিক মুখ খোলা পরপুরুষের সামনে জায়েজ আছে। তবে ছবি তোলার জন্য নারী কমকর্তা থাকা অবস্থায় পুরুষদের দিয়ে করাবে না। এটা করা জায়েজ। তথা রুখসত বা সুযোগ আছে। বাধ্যতামূলক নয়। সুতরাং কেউ যদি শরীয়তের বিধান লঙ্ঘণ হচ্ছে বিধায় সুযোগ না নিয়ে কাঠিণ্যতার পথ বেছে নিয়ে ছবি না তুলে, তাহলে এটি ধর্মান্ধতা নয় বরং তাক্বওয়া ও খোদাভীরুতা হিসেবেই ধর্তব্য হবে। এটা নিয়ে সমালোচনা করা উচিত নয়। এনআইডি কার্ডে নারীদের ছবি সংযুক্তি বাধ্যতামূলক না করে ফিঙ্গার প্রিন্ট তথা হাতের আঙ্গুলের ছাপ বাধ্যতামূলক করাই সর্বোত্তম পদ্ধতি। এভাবে বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ট রাষ্ট্রে নারীদের মুখ খোলাকে বাধ্যতামূলক করা ধর্মপ্রাণ নারীদের উপর এক প্রকার জুলুম ছাড়া আর কিছু নয়। তাই এ পদ্ধতি বর্জন করা উচিত।  

أما إتخاذ الصورة الشمسية للضرورة، أو الحاجة كحاجتها فى جواز السفر، وفى التاشيرة، وفى البطاقة الشخصية، أو فى مواضع يحتاج فيها إلى معرفة هوية المرء، فينبغى أن يكون مرخصا فيه (تكملة فتح الملهم، باب تحريم تصوير صورة الحيوان، الصورة عند الحاجة، اشرفية ديوبند-4/164)

وَيحرم النّظر إِلَى الْعَوْرَة إلاَّ عِنْد الضَّرُورَة (ملتقى الأبحر مع مجمع الانهر، كتاب الكراهية، فصل فى النظر-4/199، تبيين الحقائق، كتاب الكراهية، فصل فى النظر واللمس-7/38، الفتاوى السراجية، كتاب الكراهية، باب النظر واللمس-73، حاشية صحيح البخارى-1/403)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

বিয়ের আগে ‘ব্রেক আপ বা তালাক’ বললে কি বিয়ের পর তালাক হয়?

প্রশ্ন   নাম প্রকাশে অনিচ্ছুক, কাতার প্রবাসী একটি মেয়ের সাথে দীর্ঘদিন হারাম রিলেশন ছিল এখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *