প্রচ্ছদ / খাদ্য-দ্রব্য / ইউরিয়া সার খাওয়ানো গরু খাওয়ার হুকুম কী?

ইউরিয়া সার খাওয়ানো গরু খাওয়ার হুকুম কী?

প্রশ্ন

সরকার কর্তৃক গরু মোটাতাজা করনের জন্য ইউরিয়া সার ব্যবহার করে খাবারের ফর্মুলা দেয়া হয়েছে। পদ্ধতিটা ব্যবহার অনেক দিন ধরেই হচ্ছে। সংস্থা কতৃক বলা হয়েছে এতে করে পশু স্বাস্থ্য বা মানব স্বাস্থ্য কোন ক্ষতি হয় না। আমার প্রশ্ন সরকার কতৃক নির্ধারিত পরিমাণ ইউরিয়া মিশ্রিত ইউএমএস খাওয়ানো জায়েজ হবে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

যদি এতে করে গরুর গোস্তে কোন প্রকার ক্ষতিসাধন না হয় এবং দুর্গন্ধও না হয়। তাহলে এভাবে মোটাতাজাকরণ এবং খাওয়াতে কোন সমস্যা নেই।

والحكم متعلق بالنتن، ولهذا قال أصحابنا فى جدى ارتضع بلبن خنزير حتى كبر أنه لا يكره أكله، لأن لحمه لا يتغير ولا ينتن، فهذا يدل على أن الكراهة فى الجلالة، لمكان التغير والنتن، لا لتناول النجاسة (بدائع الصنائع، زكريا-4/154، كرتاشى-5/40، الموسوعة الفقهية الكيوتية-5/149)

يحل لحم جدى غذى بلبن خنزير، لان لحمه لا يتغير وما غذى به يصير مستهلكا لا يبقى له أثر (تبيين الحقائق، زكريا-7/24، امدادية ملتان-6/10، رد المحتار، زكريا-9/491، كرتاشى-6/341، مبسوط للسرخسى-11/255، الفتاوى التاتارخانية-18/140، رقم-28293)

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

আমানতের টাকায় মালিকের অনুমতি ছাড়া ব্যবসা করে লাভ করলে লাভের টাকা কে পাবে?

প্রশ্ন কারো কাছে এক লাখ টাকা আমানত রাখা হলো। কিন্তু আমানতের টাকা দিয়ে আমানত গ্রহণকারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *