প্রশ্ন
রোযা অবস্থায় যদি সমকামিতা দ্বারা বির্যপাত হয় তাহলে রোযা ভেঙ্গে যাবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
সমকামিতা একটি নিকৃষ্ট ও মারাত্মক গোনাহের কাজ। রোযা অবস্থায় করাতো আরো মারাত্মক গোনাহ। এ ঘৃণ্য কাজ রোযা অবস্থায় করার দ্বারা যে করে এবং যার সাথে করে উভয়ের রোযাই ভেঙ্গে যাবে। পরবর্তীতে কাযা করতে হবে, তবে কাফফারা আবশ্যক হবে না।
আর সমকামিতার গোনাহ খাঁটি তওবা ছাড়া মাফ হবে না। কারণ এটি কবীরা গোনাহ। এ পাপের দুনিয়াবী শাস্তি হলো: হাদীসের নির্দেশ মতে উভয়কে হত্যা করে ফেলা। তবে হত্যা করবে সরকারের বিচার বিভাগ। জনগণ নয়।
إذا ولج رجل رجلا فعليهما القضاء والغسل، أنزل أو لم ينزل، ولا كفارة فيه، لأنه بمنزلة الجماع فيما دون الفرج (الفتاوى التاتارخانية-3/387)
ولو ناكح بيده ولم ينزل أو جامع فيما دون الفرج ولم ينزل لا يفسد صومه، وإن أنزل كان عليه القضاء دون الكفارة (الفتاوى التاتارخانية-3/385، رقم-4650)
الصائم إذا عالج ذكره أمنى فعليه القضاء وهو المختار، به قال عامة المشائخ كذا فى البحر الرائق (الفتاوى الهندية-1/205)
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ وَجَدْتُمُوهُ يَعْمَلُ عَمَلَ قَوْمِ لُوطٍ، فَاقْتُلُوا الْفَاعِلَ وَالْمَفْعُولَ بِهِ
হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম ইরশাদ করেন, যাকে তোমরা কওমে লুতের কাজ করতে দেখো [সমকামিতা], তাহলে যে করে এবং যার সাথে করে উভয়কে হত্যা কর। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২৫৬১, সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৪৬২, সুনানে তিরমিজী, হাদীস নং-১৪৫৬]
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الَّذِي يَعْمَلُ عَمَلَ قَوْمِ لُوطٍ قَالَ: ارْجُمُوا الْأَعْلَى وَالْأَسْفَلَ، ارْجُمُوهُمَا جَمِيعًا
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। কওমে লুতের মত কার্যসম্পাদনকারী তথা সমকামীদের ব্যাপারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, এদের উপরের এবং নিচের উভয়কে পাথর মেরে হত্যা কর। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২৫৬২]
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” اقْتُلُوا الْفَاعِلَ وَالْمَفْعُولَ بِهِ، فِي عَمَلِ قَوْمِ لُوطٍ،
হযরত ইবনে আব্বাস রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, লুত আঃ এর কওমের মত কুকর্মে লিপ্ত উভয়কে হত্যা করে ফেল। {মুসনাদে আহমাদ, হাদীস নং-২৭২৭, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২৫৬১, সুনানে আবু দাউদ, হাদীস নং-৪৪৬২, সুনানে তিরমিজী, হাদীস নং-১৪৫৬, সুনানে দারাকুতনী, হাদীস নং-৩২৩৪}
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com