প্রশ্ন
মাওলানা শব্দের ব্যাখ্যা এবং নামের আগে মাওলানা শব্দের ব্যবহারের যথার্থতা জানতে চাই।
প্রশ্নকর্তা: সাইফুল্লাহ
উত্তর
بسم الله الرحمن الرحيم
মাওলানা শব্দের মূল অর্থ হলো: মনীব, নেতা ইত্যাদি।
অনেক শব্দেরই একটি মূল অর্থ থাকে। আরেকটি তার ব্যবহারিক অর্থ থাকে। যেটাকে উরফ বলা হয়। আমাদের সমাজে ‘মাওলানা’ বলতে যারা অন্তত দাওরায়ে হাদীস পাশ বা কামেল পাশ করেছেন তাদেরকে বলা হয়ে থাকে।
এমন আলেম উলামাগণকে ‘মাওলানা’ বলাতে কোন সমস্যা নেই।
কুরআনে কারীমে সূরা নাহলের ৭৬ নং আয়াতে মনীব বা মালিককে ‘মাওলা’ বলে সম্বোধন করা হয়েছে।
এছাড়া রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারেসা রা. কে বলেছেন-انت اخونا ومولانا অর্থাৎ “তুমি আমার ভাই এবং মাওলানা” (সহীহ বুখারী-১/৫২৮, হাদীস নং-২৬৯৯)
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামদের শিখিয়েছেন যেন গোলামরা তার মনীবকে বলে-“সাইয়্যিদী ওয়া মাওলায়ী”। (সুনানে আবূ দাউদ, হাদীস নং-৪৯৭৬)
ইমাম হাসান রাহ. কে মানুষ মাওলানা হাসান বসরী বলে ডাকতো (তাহযীবুত তাহযীব-২/২৬৩, আল বিদায়া ওয়ান নিহায়া-৯/২৬৬, সিয়ারু আ’লামিন নুবালা-৪/৫৭৩)
সুতরাং উলামায়ে কেরামগণকে সম্মানসূচক ‘মাওলানা’ বলে ডাকাতে কোন সমস্যা নেই। জায়েজ আছে।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।
উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।
ইমেইল– [email protected]