প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / নামাযরত অবস্থায় প্রয়োজনে ইনহেলার ব্যবহার করলে নামাযের হুকুম কী?

নামাযরত অবস্থায় প্রয়োজনে ইনহেলার ব্যবহার করলে নামাযের হুকুম কী?

প্রশ্ন

হজরতের কাছে আমার প্রশ্ন হচ্ছে, নামাজের মধ্যে যদি কারো ইনহেলার ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে সে কি করবে ?

উত্তর

بسم الله الرحمن الرحيم

নামায ছেড়ে দিয়ে ইনহেলার ব্যবহার করে আবার পুনরায় নামাযের নিয়ত বেঁধে মাসবূকের মতো নামায পড়বে। কারণ, ইনহেলারের ভিতরে ওষুধ থাকে, যা ইনহেলারের মাধ্যমে কণ্ঠনালীর ভিতরে প্রবেশ করে, আর নামাযের ভিতরে কোন কিছু ভক্ষণ করা নামায ভঙ্গের কারণ। এছাড়া এটা ব্যবহার করতে গিয়ে আমলে কাসীর হয়ে যায়। ইত্যাদি কারণে নামাযরত অবস্থায় উপরোক্ত কাজ করলে নামায ভঙ্গ হয়ে যাবে।

তাই বেশি জরুরত হলে নামায ছেড়ে দিয়ে তা ব্যবহার করে পুনরায় নামায শুরু করবে।

عن عطاء أنه قال: لا يأكل ولا يشرب وهو يصلى، فإن فعل أعاد (المصنف لعبد الرزاق-2/332، رقم-3579، الفتاوى التاتارخانية-2/235، رقم-2271)

وكذا أكله وشربه مطلقا ولو سمسمة ناسيا (رد المحتار، زكريا-2/382، البحر الرائق، زكريا-2/11، بدائع الصنائع، زكريا-1/554، حاشية الطحطاوى على مراقى الفلاح-323، الفتاوى الهندية-1/102)

وقال بعضهم: إن كان بحال لو رآه إنسان ليستيقن أنه ليس فى صلاة فهو كثير….. وهذا اختيار العامة (قاضى خان على هامش الهندية-1/129-130، جديد-1/80)

أنه لو نظر إليه ناظر من بعيد أن لا يشك أنه فى غير الصلاة فهو كثير (الفتاوى الهندية-1/102، جديد-1/160)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

‘আমিতো অনেক আগেই তাকে তালাক দিয়েছি’ বলার দ্বারা কয় তালাক পতিত হয়?

প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত মুফতি সাহেব, আমাদেরকে একটি বিষয় জানিয়ে বাধিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস