প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / শবে মেরাজের রোযা রাখা ও নববর্ষ উপলক্ষ্যে পান্তা ইলিশ খাওয়ার হুকুম কী?

শবে মেরাজের রোযা রাখা ও নববর্ষ উপলক্ষ্যে পান্তা ইলিশ খাওয়ার হুকুম কী?

প্রশ্ন

শবে মেরাজ উপলক্ষে রোজা রাখার হুকুম কি? ও নববর্ষ উপলক্ষে ছোলা মুড়ি /পান্তা ভাত ও ইলিশ খাওয়া কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

শবে মেরাজের রোযা বলতে কিছু নেই। তাই শবে মেরাজের রোযা সুন্নত বা আলাদা সওয়াবের কাজ মনে করে রাখলে বিদআত হবে। যা পরিত্যাজ্য এবং গোনাহের কাজ।

আর নববর্ষ উপলক্ষ্যে ছোলা/মুড়ি ও পান্তা ইলিশ খাওয়া একটি হিন্দুয়ানী কুসংস্কার। যা কোন মুসলমানের জন্য পালন করা জায়েজ নেই।

اعلم إنا لم نجد فى الأحاديث لا اثباتا ولا نفيا اشتهر بينهم من تخصيص الخامس عشر من رجب بالتعظيم والصوم والصلاة (ما ثبت بالسنة-191-192)

والأصل فيه أن الإنسان له أن يجعل ثواب عمله لغيره صلاة أو صوما أو صدقة أو  قراءة قرآن أو ذكرا أو طوافا أو حجا أو عمرة أو غير ذلك عند أصحابنا للكتاب والسنة (البحر الرائق، كتاب الحج، باب الحج عن الغير، كويته-3/83، رد المحتار، زكريا-3/151، كرتاشى-2/595)

عن ابن عمر رضى الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم (سنن أبى داود، رقم-4031)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

‘আমিতো অনেক আগেই তাকে তালাক দিয়েছি’ বলার দ্বারা কয় তালাক পতিত হয়?

প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত মুফতি সাহেব, আমাদেরকে একটি বিষয় জানিয়ে বাধিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস