প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / এক মুষ্টির আগে দাড়ি কর্তন এবং দাড়িতে খুড় লাগালে নবীজী সাঃ এর কলিজায় খুড় লাগানো সম্পর্কে

এক মুষ্টির আগে দাড়ি কর্তন এবং দাড়িতে খুড় লাগালে নবীজী সাঃ এর কলিজায় খুড় লাগানো সম্পর্কে

প্রশ্ন

মুহতারম, আসসালামু আ’লাইকুম।

আমি মোচ ছোট রেখে দাড়ি ও ছোট রাখি। এক মুষ্টি হওয়ার আগেই Trimmer দিয়ে ছোট করে
ফেলি। এটা কি জায়েজ না গুনাহের কাজ?
আমি যেভাবে দাড়ি রাখছি , সেটির জন্য কী নেকী পাবো?
রাসুলুল্লাহ সাল্লালহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে উম্মত দাড়িতে খুড় লাগালো সে যেন তাঁর কলিজায় খুড় লাগালো- উক্ত হাদীস মানতেই আমার খুদ্র প্রয়াস। এটি কি ঠিক?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

দাড়ি একদম চেছে ফেলে দেবার চেয়ে এটা উত্তম। বাকি এর দ্বারা দাড়ি রাখার সুন্নাত আদায় হবে না। দাড়ির লম্বা কমপক্ষে এক মুষ্টি হতে হবে। এক মুষ্টি হবার আগে কেটে ফেললে দাড়ি রাখার সুন্নত আদায় হবে না।

তবে ‘দাড়িতে খুড় লাগালে নবীর কলিজায় খুড় লাগানো হয়’ মর্মে কোন হাদীস আমাদের জানা নেই। তাই একথাকে হাদীস হিসেবে বিশ্বাস করার অনুমোদন আমরা দিতে পারছি না। বাকি দাড়ি রাখা ওয়াজিব। চেছে ফেলা জায়েজ নেই। একাধিক বিশুদ্ধ হাদীস দ্বারা দাড়ি রাখার প্রয়োজনীয়তা প্রমাণিত।


عن ابن عمر  : عن النبي صلى الله عليه و سلم قال: خالفوا المشركين وفروا اللحى وأحفوا الشوارب  . وكان ابن عمر إذا حج أو اعتمر قبض على لحيته فما فضل أخذه (صحيح البخارى، رقم-5553)

وفى رد المحتار– وأما الأخذ منها وهي دون ذلك كما يفعله بعض المغاربة ، ومخنثة الرجال فلم يبحه أحد ، وأخذ كلها فعل يهود الهند ومجوس الأعاجم فتح (رد المحتار – كتاب الصومباب ما يفسد الصوم وما لا يفسده -9 / 583)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

‘আমিতো অনেক আগেই তাকে তালাক দিয়েছি’ বলার দ্বারা কয় তালাক পতিত হয়?

প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত মুফতি সাহেব, আমাদেরকে একটি বিষয় জানিয়ে বাধিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস