প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / কোন ওয়াক্তের নামায ছুটে গেলে পরবর্তী নামাযের আজান হওয়ার পর প্রথমে পূর্বের কাযা নামাজ আদায় জরুরী ‎নাকি বর্তমান নামাজের সুন্নত পড়া জরুরী?

কোন ওয়াক্তের নামায ছুটে গেলে পরবর্তী নামাযের আজান হওয়ার পর প্রথমে পূর্বের কাযা নামাজ আদায় জরুরী ‎নাকি বর্তমান নামাজের সুন্নত পড়া জরুরী?

প্রশ্ন:

From: Shamim Ahmed
Subject: salat
Country : Bangladesh
Mobile :
Message Body:
কোন ওয়াক্তের নামায ছুটে গেলে (কাযা হলে-বিশেষত ফজরের নামায) পরবর্তী নামাযের আজান হওয়ার পর প্রথমে পূর্বের কাযা নামাজ আদায় জরুরী ‎নাকি বর্তমান নামাজের সুন্নত পড়া জরুরী?

জবাব:

بسم الله الرحمن الرحيم

কোন ব্যক্তির যিম্মায় যদি ৬ ওয়াক্ত নামাযের কম কাযা হয়, তাহলে উক্ত ব্যক্তিকে ফিক্বহী পরিভাষায় “সাহেবে তারতীব” তথা এরকম ব্যক্তি বলা হয়, যার উপর সিরিয়াল ঠিক রাখা আবশ্যক হয়। অর্থাৎ যে নামায আগে কাযা হয়েছে, তা আগে আদায় করা আবশ্যক, পরেরটা পরে। সেই হিসেবে কাযা নামায আদায় করার আগেই যদি অন্য নামাযের সময় হয়ে যায় তাহলে প্রথমে কাযা আদায় করা আবশ্যক। তারপর বর্তমান আসা নামায আদায় করবে।

আর যদি ৬ ওয়াক্ত থেকে বেশি নামায কাযা হয়ে থাকে। তাহলে তারতীব বা সিরিয়াল রক্ষা করা জরুরী নয়। সুতরাং সে কাযা আদায় না করেই নতুন আসা ওয়াক্তি নামায পড়তে পারবে।

সুতরাং আপনার যিম্মায় যদি ৬ ওয়াক্তের কম নামায কাযা হয়ে থাকে, তাহলে আপনার কাযা আদায় করা ছাড়া সুন্নত পড়া ঠিক হবেনা। বরং আগে কাযা আদায় করতে হবে।

আর যদি ৬ ওয়াক্তের বেশি কাযা হয়ে থাকে, তাহলে কাযা আদায় না করেই পরবর্তি নামায আদায় করা জায়েজ হবে।

فى رد المحتار-الترتيب بين الفروض الخمسة والوتر أداء وقضاء لازم ) يفوت الجواز بفوته

للخبر المشهور من نام عن صلاة……. ( إلا ) استثناء من اللزوم فلا يلزم الترتيب …… ( أو فاتت ست اعتقادية ) لدخولها في حد التكرار المقتضي للحرج ( بخروج وقت السادسة ) على الأصح ولو متفرقة)رد المحتار-كتاب الصلاة، باب شروط الصلاة، -2/523-527)

প্রামান্য গ্রন্থাবলী:

১. ফাতওয়ায়ে-২/৫২৩-৫২৭

২. ফাতওয়ায়ে আলমগীরী-১/১২১

৩. বাদায়েউস সানায়ে’-১/৫৬০-৫৬৩

 

والله اعلم بالصواب

উত্তর লিখনে

লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

ইমেইল- ahlehaqmedia2014@gmail.com

lutforfarazi@yahoo.com

 

আরও জানুন

অযুতে কনুই ধৌত না করে নামায পড়লে নামায আদায় হবে কি?

প্রশ্ন আসলে আমি অযু করে নেওয়ার সময় আমার হাতের কনুইয়ের উপর ও উপরিভাগে পানি লাগে …

No comments

  1. এস.এম.মুরশিদুর রহমান

    জাযাকাল্লাহ। কিন্তু আমাদের যাদের পুরবের অনেক নামায কাযা আছে।বিশেষ করে আমি ১৭ বছর বয়সে নিয়মিত নামায পড়া শুরু করছি।তারপর আর কাযা নাই।তাহলে আমি কি করব? আমিও কি ৬ ওয়াক্তের মধ্যে গণ্য হব? নাকি কাযা আগে পড়ব।

  2. এস.এম.মুরশিদুর রহমান

    জাযাকাল্লাহ। কিন্তু আমি ১৭ বছর বয়সে পুরো নামাজ পড়া শুরু করেছি।এর আগে আমার অনেক নামাজ কাযা। তবে ১৭ বছর পরে আর কাযা নেই। এখন বয়স ২১ বছর। তাহলে আমিও কি এই হুকুমের মধ্য গণ্য হব?নাকি সুন্নত পড়ব?তবে মাঝে মাঝে আমি নামাজ শেষে বা অবসর সময় আমার পুরবের কাযা (১৭ বছর বয়সের আগের কাযা) আদায় করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *