প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / তালাকনামায় কি লেখা আছে না জেনে শুধু সাইন করলেই কি তালাক হয়ে যায়?

তালাকনামায় কি লেখা আছে না জেনে শুধু সাইন করলেই কি তালাক হয়ে যায়?

প্রশ্ন

আসসালামু আলাইকুম,

গত ১০ তারিখ দিনাজপুর কোর্টে আমাদের বিয়ে হয়। অভিবাবকদের মধে্য উপস্হিত ছিল মেয়ের মা, আমার এক বন্ধু, এছাড়া বাকি যারা ছিল সকলেই আমাদের অপরিচিত। বিয়ের কিছুক্ষন পর আমি মেয়ে বাসায় যাই। সেখানে একটা রুমে আমি আর মেয়ে ছিলাম দরজায় কোনো ছিটকাটি লাগানো ছিলনা। দরজার পাশে ছিল মেয়ের মা। সে চাইলেই আমাদের রুমে প্রবেশ করতে পারতো। এরপর আমি আমার বউয়ের হাত ধরলে সে আমাকে ভিষন রাগ দেখিয়ে অন্য রুমে চলে যায়।

এতে আমাদের স্ত্রি বা স্বামি সুলভ কিছু হয়নি।  এরপর বাড়িওয়ালা এসে বলে যে এই বিয়ে মানি না অভিবাবক ছাড়া। এরপর এইটা ছেলে ওই মেয়েকে প্রছন্দ করতো। সে এসে মেয়ের নামে তার সাথে শারিরিক সম্পর্কের কথা বলাবলি হয়। এরপর ওই ছেলেটা আমাকে দুরে নিয়ে আমার বউয়ের সাথে তার ভিডিও দেখায়। এতে আমি অনেক হতাশায় পরে যাই, তারপর ওই ছেলে ও তার বন্ধু এক নাগারে অনেক্ষন উল্টাপাল্টা বুঝাতে থাকে এতে আমার চেতনা কিছুটা লোপ পায়। তারে আমাকে তালাকের কথা বল্লে আমি মাথা নেড়ে সায় দেই। এরপরে তারা আমাকে একটা রুমে আটকিয়ে তালাকের কাগজে নিজেদের মন মত সব কিছু লিখে আনে। আমাকে বলে এইখানে সাইন করেন, আমি সাইন করি কিন্তু আমি জানতাম তালাকের নোটিশ তিনবারে যায়। তিনটা হয়। এরপর আমি বুঝতে  পারি ভিডিওগুলা বানানো। এখন আমার পুরোপুরি চেতনা ফিরে আসার পর। আমার নিজের অনুশোচনা হচ্ছে আমি আমার বউকে যে কোনো মুলে নিতে রাজি আছি। এই বিষয়ে শরিয়তের দৃষ্টভঙ্গি জানতে চাচ্ছি।

বি: দ্র: আমার বউয়ের সাথে আমার কোনো শারিরিক সম্পর্ক হয়নি।

কাগজে কি লিখা আছে আমি জানতাম না কিছুই। তবে পরে একজন বল্লো কাগজে এক তালাক দুই তালা,,,, তিন তা,,,, এইভাবে লিখা আছে।

বিয়ের ১২ ঘন্টা পর ডিভোর্স হয়।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যদি আপনি তালাকনামা প্রস্তুত করতেও বলেননি, আপনাকে তালাকনামায় কি লেখা আছে তা পড়েও শুনায়নি। আপনি নিজেও কি লেখা আছে তা না দেখে শুধু সাইন করে দিয়ে থাকেন, তাহলে শুধুমাত্র তালাকনামায় সাইনের দ্বারা কোন তালাক পতিত হয়নি।

তাই আপনাদের বিয়ে এখনো বাকি আছে।

وكذا كل كتاب لم يكتبه بخطه، ولم يمله بنفسه، لا يقع الطلاق مالم يقر أنه كتابه (رد المحتار، زكريا-4/456، كرتاشى-3/248، الفتاوى الهندية-1/379، جديد-1/446، الفتاوى التاتارخانية-4/531، رقم-6843)

وكذلك كل كتاب لم يكتبه بخطه ولم يمله بنفسه لا يقع به الطلاق إذا لم يقر أنه كتابه (الفتاوى التاتارخانية-4/531، رقم-6843)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

উস্তাজুল ইফতা: কাসিমুল উলুম আলইসলামিয়া, সালেহপুর আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

শাইখুল হাদীস: জামিয়া ইসলামিয়া আরাবিয়া, সনমানিয়া, কাপাসিয়া, গাজীপুর।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

‘আমিতো অনেক আগেই তাকে তালাক দিয়েছি’ বলার দ্বারা কয় তালাক পতিত হয়?

প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত মুফতি সাহেব, আমাদেরকে একটি বিষয় জানিয়ে বাধিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস