প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / মান্নতের কুরবানীর গোশতের হুকুম কি? 

মান্নতের কুরবানীর গোশতের হুকুম কি? 

প্রশ্ন

মান্নতের কুরবানীর গোশতের হুকুম কি?

দ্রুত উত্তরটি জানানোর জন্য অনুরোধ করছি।

নাজমুল ইসলাম

উত্তর

بسم الله الرحمن الرحيم

মান্নতের কুরবানীর গোস্ত পুরোটাই গরীব মানুষদের মাঝে বন্টন করে দিতে হবে। মান্নতকারী কুরবানীদাতা নিজে যেমন খেতে পারবেন না, তেমনি ধনী আত্মীয়দেরও দান করতে পারবেন না। বরং পুরোটাই গরীবদের দান করে দিতে হবে।

وإن وجبت بالنذر فليس لصاحبها أن يأكل منها شيئا ولا يطعم غيره من الأغنياء سواء كان الناذر غنيا أو فقيرا (الفتاوى الهندية-5\300، جديد-5\346)

وإن وجبت به (النذر) فلايأكل منها شيئًا ولايطعم غنيًّا سواء كان الناذر غنيًّا أو فقيرًا؛ لأنّ سبيلها التصدق وليس للمتصدق ذلك (رد المحتار، كتاب الأضحية-6\327)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

0Shares

আরও জানুন

ক্যারাম বোর্ড খেলার হুকুম কি

প্রশ্ন ক্যারম খেলা কি জায়েজ? প্রশ্নকর্তা: মো.হুমায়ুন কবির শাবিব উত্তর بسم الله الرحمن الرحيم ক্যারাম বোর্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *