প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / পুরুষ ও মহিলাদের জন্য কালো রঙ এর পোশাক পরিধান করার হুকুম কী?

পুরুষ ও মহিলাদের জন্য কালো রঙ এর পোশাক পরিধান করার হুকুম কী?

প্রশ্ন

পুরুষ ও মহিলাদের জন্য কালো রঙ এর পোশাক পরিধান করার হুকুম কী? দয়া করে জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

পুরুষ ও মহিলা সবার জন্যই কালো রঙ এর পোশাক পরিধান করা জায়েজ আছে। শরয়ী কোন বিধিনিষেধ নেই।

عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: صَنَعْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بُرْدَةً سَوْدَاءَ، فَلَبِسَهَا، فَلَمَّا عَرَقَ فِيهَا وَجَدَ رِيحَ الصُّوفِ، فَقَذَفَهَا

আয়শা রাঃ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য একটা কালো চাদর রং করে দিলাম। তিনি তা পরিধান করলেন। তিনি ঘামের কারণে পশমের দুর্গন্ধ পেয়ে তা খুলে ফেললেন। [সুনানে আবূ দাউদ-২/৫৯৩, হাদীস নং-৪০৭৪, মুসনাদে আহমাদ-৬/১৩২, হাদীস নং-২৫৫১৭]

وفى الحديث جواز لبس السواد وهو متفق عليه (بذل المجهود، باب فى السواد، دار البشائر الإسلامية-12/101 تحت رقم الحديث-4074، سهارنبور قديم-5/51)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected] 

0Shares

আরও জানুন

নামাযে দুই পায়ের মাঝে কেমন ফাঁকা রাখবে? পাশের জনের সাথে কতটুকু দূরত্বে দাঁড়াবে?

প্রশ্ন আমরা দেখে থাকি একদল ভাইয়েরা নামাযের সময় এমনভাবে দাঁড়ায়, যার কারনে পাশে আর একজন …