প্রচ্ছদ / প্রশ্নোত্তর / জমির মালিকের উপর যাকাত আবশ্যক হবে?

জমির মালিকের উপর যাকাত আবশ্যক হবে?

প্রশ্ন

আমার বাবা এবং বড় ভাইয়ের সমন্বয়ে ২০ থেকে ২২ বিঘা জমি আছে এবং বাজারে একটি ৫০ থেকে ৬০ লাখ টাকার একটি দোকান আছে, যে দোকানটি আমরা অন্য একজনের কাছে ভাড়া দিয়েছি, সে ওই দোকানে তার সম্পদ দিয়ে ব্যবসা করে এবং আমাদেরকে মাস পূর্ণ হওয়ার পর দোকান ভাড়া দেয়। এবং আমরা কোন ঋণ ও নেই।

এখন প্রশ্ন হলো, আমাদের উপর কি যাকাত দেয়া ওয়াজিব?

উত্তর

بسم الله الرحم الرحيم

যদি জমিগুলো দাম বাড়লে বিক্রি করার নিয়তে ক্রয় করা হয়ে থাকে, তাহলে উক্ত জমিগুলোর মূল্য হিসেবে যাকাত আদায় করতে হবে। অর্থাৎ আপনার বাবা ও ভাইয়ের উপর যাকাত আদায় করা আবশ্যক হবে।

আর যদি নিজেদের ব্যবহারের বা ফসল করে খাওয়ার জন্য জমিগুলো রাখা হয়, আর এছাড়া আর কোন সম্পদ বা নগদ অর্থ যাকাতের নেসাব পরিমান না হয়, তাহলে যাকাত আবশ্যক হবে না।

عن سمرة بن جندب، قال أما بعد: فإن رسول الله صلى الله عليه وسلم كان يأمرنا أن نخرج الصدقة من الذى نعد للبيع (السنن الكبرى للبيهقى، كتاب الزكاة، باب زكاة التجارة-6\62، رقم-769)

وما اشتراه لها اى للتجارة كان لها لمقارنة النية لعقد التجارة (رد المحتار، كتاب الزكاة، قبيل باب السوائم-3\193)

زكاة التجارة تجب فى الأرض (رد المحتار-3\196)

والأصل أنه ما عدا الحجرين والسوائم إنما يزكى بنية التجارة (رد المحتار-3\194)

فالصريح أن ينوى عند عقد التجارة أن يكون المملوك للتجارة (الفتاوى الهندية، كتاب الزكاة، الباب الاول فى تفسيرها وصفتها وشرائطها-1\174، جديد-1\235)

الزكاة واجبة فى عروض التجارة كائنة ما كانت إذا بلغت قيمتها نصابا من الورق والذهب (هندية-1\179، جديد-1\241)

وَقَدْ أَوْرَدَ الزَّيْلَعِيُّ أَيْضًا مَا إذَا اشْتَرَى أَرْضَ عُشْرٍ وَزَرَعَهَا أَوْ اشْتَرَى بَذْرًا لِلتِّجَارَةِ وَزَرَعَهُ فَإِنَّهُ يَجِبُ فِيهِ الْعُشْرُ وَلَا تَجِبُ فِيهِ الزَّكَاةُ؛ (رد المحتار، كتاب الزكاة، باب زكاة المال-3/228)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

0Shares

আরও জানুন

‘সুন্দর সম্পর্ক কেন নষ্ট করে দিলা’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন আস্সালামুআলাইকুম মুফতি সাহেব, এই প্রশ্ন কয়েকটা আগেও করেছিলাম, উত্তর না পেয়ে আবার করছি| ওয়াসওয়াসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *