প্রচ্ছদ / আকিদা-বিশ্বাস / এক রমজানে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হলেই সেই রমজানে ইমাম মাহদী আগমন করবেন?

এক রমজানে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হলেই সেই রমজানে ইমাম মাহদী আগমন করবেন?

প্রশ্ন

ফেইসবুকে একটি পেইজে এ পোষ্ট করা হয়েছে:

ইমাম মেহেদি আগমনি সংকেতঃ ইমাম মেহেদি আগমনের অনেক সংকেত আছে এর ভিতর একটি চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ / যে বছর রমজান মাসের প্রথম দিকে সূর্যগ্রহণ এবং রমজান মাসের শেষের দিকে চন্দ্রগ্রহণের ঘটনা ঘটবে, সেই বছরই ইমাম মাহদীর আবির্ভাব হবে।

একই মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণও কম সময়ই হয়ে থাকে। তাও আবার তা রমজানে হবার সম্ভাবনা অত্যন্ত অপ্রতুল। একই রমজানে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে কিনা নির্ণয় করতে পারি।

যে বছর রমজানে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে, সেই বছরই ইমাম মাহ্দীর আর্বিভাব হবে।

হাদীসে এটাও উল্লেখ আছে যে, মহাবিশ্বের শুরু হতে শেষ পর্যন্ত এরকম চন্দ্র ও সূর্য গ্রহণের ঘটনা মাত্র একটি বছরেই ঘটবে।

#=>‘আল বুরহান ফি আলামাতিল মাহদি’ গ্রন্থের ৩৮ পৃষ্ঠায় আল্লামা মুত্তাকি (রঃ) একটি হাদিস উদ্ধৃত করেছেন, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন, “যে বছর রমজান মাসের প্রথম দিকে সূর্যগ্রহণএবং রমজান মাসের শেষের দিকে চন্দ্রগ্রহণের ঘটনা ঘটবে, সেই বছরই ইমাম মাহদীর আবির্ভাব হবে।”

=> ‘আল কাওলুল মুখতাছার’ গ্রন্থের ৫৩ পৃষ্ঠায় একটি হাদীস উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন, “যে বছর রমজান মাসে দুটি গ্রহণের ঘটনা অনুষ্ঠিত হবে, সেইবছরইইমাম মাহদীর আবির্ভাব হবে।”

=> ইমামুল আকবারআলী বিন ওমর আল দারাকুতনির ‘সুনানে দারাকুতনি’ গ্রন্থে একটি হাদিস সঙ্কলিত হয়েছে, মোহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়্যাহ (রঃ) বলেছেন, সাইয়্যেদেনা ইমাম মাহদি (আঃ)-এর আবির্ভাবের দুটি নিদর্শন রয়েছে, যা আকাশমন্ডল ও ভ‚মন্ডলসৃষ্টির পর থেকে কখনো দৃষ্টিগোচর হয়নি, নিদর্শন দুটি হলোঃ যে বছর চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ রমজান মাসেই ঘটবে, সেই বছরই ইমাম মাহ্দীর আবির্ভাব হবে।”

=> ইমাম রব্বানি মুজাদ্দেদী আলফেসানী (রহঃ)-এর ‘মাকতুবাতে রাব্বানী’ (রাব্বানির প্রত্রাবলী)-র ৩৮০ নম্বর পত্রে উল্লেখ করা হয়েছে, “যে বছর রমজান মাসের প্রথমদিকে সূর্যগ্রহণ ঘটবেএবং রমজান মাসের ১৪ তারিখে চন্দ্রগ্রহণ ঘটবে, সেই বছরই ইমাম মাহদীর আবির্ভাব হবে।”

=> ইমাম কুরতুবী (রঃ) রচিত কিতাব ‘মুখতাছার তাজকিয়াহ্’ গ্রন্থের ৪৪০ পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে, সাইয়্যেদেনা ইমাম মাহদী (আঃ)-এর আগমনের পূর্বে দুটি গ্রহণ রমজান মাসেই ঘটবে।

=> নুয়ায়েম ইবনে হাম্মাদ (রঃ) রচিত ‘কিতাবুল ফিতান’ গ্রন্থে সতর্কতামূলক বাণী উল্লেখ করা হয়েছে,

রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন, “তোমরা যখন রমজান মাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের ঘটনা প্রত্যক্ষ করবে, তখন এক বছরের খাদ্য সামগ্রী সংগ্রহ করে রাখবে।”

বর্তমানে ১৪৩৯ হিজরী সাল চলছে। ১৪৩৯ হিজরী থেকে ১৫১১ হিজরী পর্যন্ত (অর্থাৎ ২০১৮ সাল থেকে ২০৯৮ সাল পর্যন্ত)। এই কয়েক বছরের চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের সময়সূচী NASA website থেকে বের করলে দেখা যায়, ১৪৩৯ হিজরী থেকে ১৫২১ হিজরী পর্যন্ত সময়ে শুধু ৬ বার রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে।

(১) ১৪৪৫ হিজরী(২০২৪ সাল)রমজান মাস ১০মার্চ থেকে ০৮ এপ্রিল পর্যন্ত। আর চন্দ্রগ্রহণ হবে ২৫ মার্চ সূর্যগ্রহণ ০৮এপ্রিল।

(২) ১৪৪৬ হি.(২০২৫ সাল) রমজান ২৮ ফেব্রুয়ারী থেকে ২৯ মার্চ পর্যন্ত। আর চন্দ্রগ্রহণ হবে ১৪ মার্চ এবং সূর্যগ্রহণ হবে ২৯ মার্চ।

(৩) চন্দ্রগ্রহন ও সূর্যগ্রহনের তালিকা পাশাপাশি রেখে দেখা গেল যে, ২০২৬ সালে যে তারিখে রমজান শুরু হবে সেই তারিখে সূর্যগ্রহন হবে এবং ঐ বছর রজমানের ১৫ তারিখে চন্দ্রগ্রহন হবে। ২০২৬ সালে রমজান শুরু হবে ১৮ই ফেব্রুয়ারী এবং নাসার হিসাব অনুযায়ী ২০২৬ সালে ১৭ই ফেব্রুয়ারী সূর্যগ্রহণ হবে। ঐ বছর রমযানের ১৫ তারিখ পড়ে ৩রা মার্চ। আর নাসার হিসাব অনুযায়ী চন্দ্রগ্রহণ হবে ৩রা মার্চ। অর্থাৎ হাদিস ও নাসার তথ্য অনুযায়ী ২০২৬ সালে ইমাম মাহ্দী (আঃ)-এর আবির্ভাবের সম্ভাবনা সবচেয়ে বেশি।

(৪) ১৪৬৮ হিজরী (২০৪৬ সাল) রমজান মাস ৪ জুলাই থেকে ২ আগষ্ট পর্যন্ত। আর চন্দ্রগ্রহণ হবে ১৮ই জুলাই এবং সূর্যগ্রহণ হবে ২আগষ্ট।

(৫) ১৪৬৯ হিজরী (২০৪৭ সাল) রমজান মাস ২৩ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত। চন্দ্রগ্রহণ হবে ৭ জুলাই এবং সূর্যগ্রহণ হবে ২২জুলাই।

(৬) ১৫১২ হিজরী (২০৮৯ সাল) রমজান মাস ১২মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত। চন্দ্রগ্রহণ হবে ২৬ মার্চ সূর্যগ্রহণ হবে ১০ এপ্রিল।

(৭) ১৫১৩ হিজরী (২০৯০ সাল) রমজান মাস ১মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত। আর চন্দ্রগ্রহণ হবে ১৫ মার্চ এবং সূর্যগ্রহণ ৩১ মার্চ।

চন্দ্র মাসের চাঁদ উঠা সাপেক্ষে দিন পরিবর্তনশীল। সবচেয়ে বড়কথা আল্লাহ ব্যাতিত কেও প্রকাশ করতে সক্ষম না। সব ই গবেষণা।

উত্তর

بسم الله الرحمن الرحيم

উপরোক্ত পোস্টের মূল ভিত্তি দু’টি কথার উপর। সেটি হলো:

যে বছর রমজান মাসের শুরুর দিকে সূর্যগ্রহণ ও রমজান মাসের শেষ দিকে চন্দ্রগ্রহণ হবে সেই বছরই ইমাম মাহদীর আবির্ভাব হবে।

হাদীসে একথাও আছে যে, মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত এটা শুধুমাত্র একবারই হবে।

অথচ তিনি নিজেই দেখিয়েছেন যে, একাধিক বছরে রমজান মাসের শুরুর দিকে সূর্যগ্রহণ ও শেষ দিকে চন্দগ্রহণ হচ্ছে বা হবে।

সুতরাং ‘এ ঘটনা পৃথিবী সৃষ্টির পর একবারই ঘটবে’ কথাটি বাতিল হয়ে যাচ্ছে।

পোস্টদাতার দাবী হলো, যে বছর একই রমজানে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হবে সেই বছরই ইমাম মাহদী আগমন করবেন, তাহলে তিনিইতো দেখালেন যে, একাধিক রমজানে এমন হবে, এর মানে ইমাম মাহদী কয়বার আগমন করবেন?

সুতরাং বুঝা গেল যে, এসব কথা একদমই ভুয়া। কুরআন ও বিশুদ্ধ হাদীসে এসবের কোন ভিত্তি নেই।

তবে তথ্য তালাশ করে যা পাওয়া গেছে, তার সারমর্ম হলো:

এক বছর রমজান মাসের ১ তারিখ ‘চন্দ্রগ্রহণ’ হবে এবং সেই রমজানেরই ১৫ তারিখ সূর্যগ্রহণ হবে। এটি সৃষ্টির শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত একবারই ঘটবে। আর সেই বছরই ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবেন।

এখানে স্পষ্টভাবে তারিখ নির্ধারিত। তথা ১ তারিখে চন্দ্রগ্রহণ এবং সেই রমজানেরই ১৫ তারিখে সূর্যগ্রহণ।

যদি তারিখ আগপিছ হয়, কিংবা চন্দ্র ও সূর্যগ্রহণ আগপিছ হয়, তবুও আলামত প্রকাশিত হয়েছে বলার সুযোগ নেই।

যেমনটি ইবনে হাজার হায়তামী রহঃ এর বক্তব্যে পরিস্কারঃ

لمهدينا آيتان لم تكونا منذ خلق الله السموات والأرض، ينكسف القمر لاول ليلة من رمضان وتنكسف الشمس فى النصف منه (القول المختصر لابن حجر الهيتمى المكى-57، الاشاعة-199، الحاوى-2/78)

সুতরাং আমভাবে রমজানে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ একসাথে হলেই ইমাম মাহদী আসার আলামত বলাটা অজ্ঞতা ছাড়া আর কিছু নয়।

তাছাড়া এ সংক্রান্ত বর্ণনাগুলোতে জাল ও বানোয়াট বর্ণনাকারী একাধিক রয়েছে।

সুতরাং এসবের উপর বিশ্বাস করার কোন প্রয়োজন নেই।

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তা’লীমুল ইসলাম ইনস্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

প্রধান মুফতী: জামিয়াতুস সুন্নাহ লালবাগ, ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া ইসলামিয়া দারুল হক লালবাগ ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

তারাবীতে সেজদায়ে তিলাওয়াত না দিয়ে নামায শেষ করলে নামায হবে কি?

প্রশ্ন তারাবির নামাজে সেজদার আয়াত ছিল  ইমাম সাহেব সেজদার আয়াত পড়ছে কিন্তু আয়াতে সেজদা দেয়নি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *