প্রশ্ন
আমার বয়স ত্রিশ বছর। আমার এক প্রতিবেশি মহিলার বয়স আশি বছর। অনেক সম্পদ আছে। কিন্তু তাকে হজ্জে নিয়ে যাবার মতো কোন মাহরাম নেই। উক্ত মহিলার হজ্জে যাবার খুবই ইচ্ছে। খুব কান্নাকাটি করেন। মৃত্যুর আগে একবার হজ্জ করার তামান্না।
আমার প্রশ্ন হলো, তিনি কি আমার সাথে মাহরাম ছাড়া হজ্জ করতে পারবেন? দয়া করে জানাবেন।
উত্তর
بسم الله الرحمن الرحيم
হ্যাঁ। এমন মহিলার জন্য মাহরাম ছাড়াই হজ্জে গমণ জায়েজ আছে। যদি কোন প্রকার ফিতনার শংকা না থাকে।
أما العجوز التى لا تشتهى، فلا بأس بمصافحتها ومس يدها إذا أمن، ومتى جاز المس جاز سفره بها، ويخلو إذا أمن عليه وعليها وإلا لا (الدر المختار مع رد المحتار، زكريا-9/529، كرتاشى-6/368)
وقال حماد رحمه الله تعالى: لا بأس للمرأة أن تسفار بغير محرم مع الصالحين (الفتاوى الهندية-5/366، جديد-5/423)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com