প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / মিথ্যা কথা বলে উমরা করতে যাওয়ার হুকুম কী?

মিথ্যা কথা বলে উমরা করতে যাওয়ার হুকুম কী?

প্রশ্ন

ওমরা বিষয়ক প্রশ্ন৷

মুহতারাম!

এজেন্সির লোক বললো যেহেতু তোমার বয়স কম তাই একজন মহিলাকে তোমার মাহরাম বানায়ে তারপর ভিসা বের করতে হবে৷

প্রশ্ন হলো এভাবে মিথ্যার আশ্রয় নিয়ে ওমরাতে যাওয়া কি ঠিক হবে? dolil soho janalay valo hoy

উত্তর

بسم الله الرحمن الرحيم

না, এটা জায়েজ নয়। উমরা করা নফল। কিন্তু মিথ্যা থেকে বিরত থাকা ফরজ। সুতরাং নফল আদায় করতে ফরজ লঙ্ঘণ কিছুতেই জায়েজ হবে না।


لَّعْنَتَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ [٣:٦١

তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত করি যারা মিথ্যাবাদী। {সূর আলেইমরান-৬১}

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا

হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *