প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / তালাক হয়ে গেলে কি স্ত্রী মোহরানা এবং স্বামীর দেয়া উপহার নিয়ে যেতে পারবে?

তালাক হয়ে গেলে কি স্ত্রী মোহরানা এবং স্বামীর দেয়া উপহার নিয়ে যেতে পারবে?

প্রশ্ন

 বিয়ে হয়েছে দুই বছর হলো। কিন্তু কোন সন্তান হয়নি। এমতাবস্থায় ঝগড়া করে স্বামী তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিয়েছে। কিন্তু স্বামী এখনো স্ত্রীর মোহর আদায় করেনি। এছাড়া স্ত্রীকে  স্বামী বেশ কিছু গহনা এবং গিফট দিয়েছিল। স্ত্রীর কয়েক লাখ টাকা স্বামীকে ব্যবসা করার জন্য দিয়েছিল।

এখন আমার জানার বিষয়: তালাক হয়ে যাবার পর স্ত্রীর পাওনা টাকা এবং গহনা ও মোহর কি স্ত্রী প্রাপ্য হবে?

দয়া করে দ্রুত জানালে উপকৃত হবো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

স্ত্রীর মোহরানার টাকা এবং তার দেয়া ঋণের টাকা এবং স্বামী থেকে প্রাপ্ত গিফট সবই স্ত্রীর মালিকানায়। তাই তালাক হয়ে গেলেও এসব কিছুই স্বামী থেকে গ্রহণ করে নিবে। এটা স্ত্রীর। স্বামীর তা আটকে রাখার কোন অধিকার নেই।

 

الأصل أن الزوجة به المعوض كاملا كالبيع (الموسوعة الفقهية-39/172)

فالمهر يتأكد له بأحد معان ثلاثة، الدخول، والخلوة الصحيحة، وموت أحد الزوجين سواء كان مسمى أو مهر المثل حتى لا يسقط شيئ منه بعد ذلك إلا بالإبراء عن صاحب الحق (بدائع الصنائع، زكريا-2/584، الفتاوى الهندية-1/303، جديد-1/370، رد المحتار، زكريا-4/233، كرتاشى-3/102)

الديون تقضى بأمثالها (رد المحتار، زكريا-5/675، كرتاشى-3/848)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

তরজমাসহ কুরআন কি কুরআনের মতো সম্মানিত?

প্রশ্ন আসসালামু অলাইকুম। আমি জানতে চাই এক খন্ডের যেসব তাফসীর পাওয়া যায় সেগুলোতে পূর্ন আরবী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস