প্রশ্ন
নাম: তনু
গোঁফ এর পানি খাওয়া কি হারাম?
উত্তর
بسم الله الرحمن الرحيم
না, হারাম নয়। তবে গোঁফ এত বড় রাখা যা খানাপিনার সময় লেগে যায়, এমন গোফ রাখা শরীয়তসম্মত না। বরং গোঁফ ছোট রাখাই সুন্নাহ। তাই বড় গোঁফ রাখবে না।
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَأْخُذْ شَارِبَهُ فَلَيْسَ مِنَّا
হযরত জায়েদ বিন আরক্বাম রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: যে ব্যক্তি গোঁফ কর্তন করে না, সে আমাদের অন্তর্ভূক্ত না। [সুনানে নাসায়ী, হাদীস নং-১৩, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৫৪৭৭, আলমু’জামুল আওসাত লিততাবারানী, হাদীস নং-৫২২]
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com