প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / ‘যা তুই তোর বাড়ি ওখানে গিয়ে থাক’ এবং ‘তুমি তোমার বাড়িতে গিয়ে আর এসোনা’ এসব কথা স্ত্রীকে বললে কি তালাক হয়?

‘যা তুই তোর বাড়ি ওখানে গিয়ে থাক’ এবং ‘তুমি তোমার বাড়িতে গিয়ে আর এসোনা’ এসব কথা স্ত্রীকে বললে কি তালাক হয়?

প্রশ্ন

আসসালামু আলাইকুম,

আমি সব ঘটনা বলছি >>>

১★★একদিন ঝগড়া করে আমার স্বামী বললেন,

“আমি তাকে নিয়ে সংসার করবো না। আর হবে না। আমি তালাক দিয়ে দিব। আমার এরকম মানুষের দরকার নেই। দরকার হলে অন্য মেয়ে বিয়ে করব অকে ছেড়ে। যা তুই তর বাড়ি। ওকানে গিয়ে থাক।”

পরে আমার মাকে ফোন দিয়ে বলেন,”আপনার মেয়েকে নিয়ে যান আমি তালাক দিয়ে দিব।”

(ইদ্দতের আগেই আমরা একত্র হয়ে গিয়েছিলাম)

 

২★★আরেকদিন ঝগড়া হলে

আমি বলি,

“আমাকে স্ত্রী হিসেবে দেখেন কি?”

তিনি বলেন,” আগে দেখতাম এখন দেখিনা।”

আমি বললাম,”স্ত্রীকে নিজের মানুষ ভাবতে হয়।”

উনি বললেন,”এখন আর ভাবিনা। তুমি তুমার বাড়িতে যাও গেলে আর এসোনা।”

(ইদ্দতের আগেই আমরা একত্র হয়ে গিয়েছিলাম)

 

৩★★আরেকদিন বললাম,”বাড়িতে বেড়াতে যাবো দুশমন সরে যাচ্ছি।”

উনি বললেন,”সরে গেলে ভালো শান্তি পাবো।তুই অশান্তি।তুই সরে গেলে আমার শান্তি হবে।সরসনা কেন।যত সকাল পারো সরে যাও।”

(ইদ্দতের আগেই আমরা মিলিত হয়ে গিয়েছিলাম।)

 

৪★★আরেকদিন হঠাৎ করে বলেন,

“আমার কাছে এখন টাকা নেই নাহলে আমি তোকে কোনদিন ছেড়ে দিতাম।এখন পড়ে থাক।বিদেশ গিয়ে রুজি করে ৫লাখ দিয়ে ছেড়ে দিবো।মনমত যতজন না হবে একেরপর এক বিয়ে করব।”

(ইদ্দতের আগেই আমরা মিলিত হয়ে গিয়েছিলাম।)

 

৫★★আরেকদিন ঝগড়া করে বলেন,তুই তর বাড়িতে যা।”উনার যা যা আছে সব দিতে বলেন।আর আমার বাপের বাড়ির যা যা আছে সব নিয়ে চলে যেতে বলেন।বিয়ের আংটিটাও বলে নিয়ে যান।

 

৬★★আরেকদিন ঝগড়া করার একদিন পর

আমি বললাম,

“আমি শান্তি পাচ্ছিনা আপনি কথা বলছেন না বলে।”

উনি বললেন,”তোমার সাথে কথা বলতেই হবে এমন কোনো কথা কি?আমি যতটুকু দিকনিদেশনা দিবো তুমি ততটুকু করবে।মানুষ মন্দ বলবে নাহলে আমি অন্য ঘরে গিয়ে থাকতাম।”

আমি বললাম,”আপনি কি আমাকে চান না?আমরা আলাদা হয়ে যাইত কি?”

উনি বললেন,”আলাদা হলেও ভালো না হলেও ভালো।আমি বুঝেছি আমি শান্তি পাবনা।আমি দরকার হলে কথা বলব নাইলে কথা বলবনা।”

আমি বলি,”আপনি আমার কাছে কি চান?আমার সাথে থাকতে না পারলে বলুন?”

উনি বলেন,”তুমি আমার কাছথেকে চলে গেলে আমি খুশি হবো।আমি একা থাকতে চাই।তুমি IELTS করে বিয়ে করে যেতে পারবে।”

আমি বললাম,”আমি কেনো অন্যজনের কাছে যাবো?”

উনি বললেন,”তুমি আমাকে ছেড়ে চলে যাও।আর পাবিনা।তোর সোনার টুকরা কেও বিয়ে করেনিস।যাইহোক,আমি যদি কোনোসময় হয় আর বংশওয়ালা দেখে মেয়ে বিয়ে করব।”

এসব উনি বলেছেন কিন্তু কাবিননামায় আমার তালাকের অধিকার নেই।

৭★★কথা না বলার অনেকদিন পর ঘরের একজন উনাকে জিজ্ঞাসা করলেন,

“তুমি তার সাথে কথা বলনা কেন?

উনি বললেন,”দরকার হলে কথা বলব আর অন্যকোনো কথা নেই।”

আবার ঘরের তিনি বললেন,”তোমাদের মাঝে এতদিন সম্পর্ক নাই মিলমিশ নাই এটাতো কোনোভাবে স্বামী- স্ত্রীর সম্পর্ক  হয়না।”

উনি বললেন,

“আমি কোনো স্বামী-স্ত্রীর সম্পর্ক চাইনা।সে দরকার হলে থাকবে নাহলে চলেযাক।আমি এত কথা বলতে পারবনা।আমি আমার মত চলতে চাই।”

এরপর বাড়িতে চলে আসলে ইদ্দতের আগেই আমাকে নিতে চেয়েছেন।কিন্তু আমি আর যাইনি।দুপক্কে মামলা চলছে।উনি আমাকে নিতে চান।আমি ও আমার পরিবার চায়না।১ বছর হয়ে গেছে আমি যাচ্ছিনা।

উপরোক্ত ঘটনাগুলোতে উনি যতগুলো কথা বলেছেন এসব কথায় কি তালাক হয়ে গিয়েছে?

হলেও কোন কথায় কোন তালাক হয়েছে?

আমার কি উনার কাছে যাওয়া জায়েজ হবে নাকি অন্যত্র বিয়ে করতে পারব?

না আবার আমাদের বিয়ে করতে হবে?

দয়া করে আমাকে সঠিক ফতুয়া দিয়ে হারাম সম্পর্ক থেকে রক্কা করুন।আমি এসব নিয়ে খুবি পেরেসানিতে আছি।সঠিক সিদ্ধান্ত নিতে পারছিনা।

উত্তর

بسم الله الرحمن الرحيم

 

আপনার উপরোক্ত বিবরণের প্রথম সূরতেই তালাকের নিয়তে কথাগুলো বলে থাকলে এক তালাকে বায়েন পতিত হয়ে গেছে।

দ্বিতীয় বিবরণ অনুপাতেও তালাকের নিয়ত থাকলে এক তালাকে বায়েন পতিত হয়েছে।

কথোপথনের অবস্থান পরিস্কার করে যে, স্বামী তালাকের নিয়তেই কথাগুলো বলেছে। যদি তাই হয়ে থাকে, তাহলে আপনার প্রথম বিবরণ অনুপাতেই তালাকে বায়েন পতিত হয়ে যাওয়ায় আপনারা আর স্বামী স্ত্রী হিসেবে বাকি নেই।

আপনাদের ঘর সংসার করতে হলে, নতুন করে বিয়ে করা আবশ্যক।

নতুন করে বিয়ে করা ছাড়া ঘর সংসার করা জায়েজ হবে না।

তবে মনে রাখতে হবে, পরবর্তীতে স্বামী আর দুই তালাকের মালিক থাকবেন।

 

مثل اذهبى فيحتاج إلى النية….. وإن نوى فهى واحدة بائنة (رد المحتار، زكريا-4/551، كرتاشى-3/314)

وإذا كان الطلاق بائنا دون الثلاث، فله أن يتزجها فى العدة وبعد انقضائها (الفتاوى الهندية-1/472، جديد-1/535، هداية-2/399)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

0Shares

আরও জানুন

‘সুন্দর সম্পর্ক কেন নষ্ট করে দিলা’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন আস্সালামুআলাইকুম মুফতি সাহেব, এই প্রশ্ন কয়েকটা আগেও করেছিলাম, উত্তর না পেয়ে আবার করছি| ওয়াসওয়াসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *