প্রচ্ছদ / তালাক/ডিভোর্স/হুরমত / পরকিয়া করা স্ত্রীকে মা বাবার কথায় তালাক দিয়ে দিবে নাকি রাখতে পারবে?

পরকিয়া করা স্ত্রীকে মা বাবার কথায় তালাক দিয়ে দিবে নাকি রাখতে পারবে?

প্রশ্ন

আমার স্ত্রী ফেসবুক এ প্রেম করে পরকিয়া করে এক ছেলেকে ভালোবেসে পালিয়ে গিয়েছিল। তারপর সে জানতে পারে সেই ছেলে প্রতারক। তারপর আমার স্ত্রী তার ভুল বুঝতে পেরে আমার কাছে ফিরে আসে। সে এখন অনুতপ্ত ইসলামিক জিবন যাপন করতে চায়। কিন্তু আমার বাবা মা কিছু তেই ওকে মেনে নিতে চায় না বলে এই মেয়ে চরিত্রহীনা মেনে নিলে সমাজে মুখ দেখানো যাবে না আমাকে তালাক দিতে বলে না দিলে আমাকে ত্যাগ করবে । আমিও ওকে ভালোবাসি। দু’টানায় আছি এখন কি বাবা মার কথায় তালাক দিব বা আমার জন্য ইসলামিক কি সমাধান হতে পারে দয়া করে বলবেন?

উত্তর

بسم الله الرحمن الرحيم

যেহেতু আপনার স্ত্রী নিকৃষ্ট কাজ করেছে। তাই বাবা মাকে খুশি করতে তাকে তালাক দিয়ে দেয়াটাই উচিত। এতে করে আপনি গোনাহগার হবেন না।

তবে মা বাবাকে রাজি করিয়ে উক্ত স্ত্রীকে রাখতেও পারবেন। এতেও কোন সমস্যা নেই।

عن ابن عرم رضى الله عنهما قال: كانت تحتى أمرأة أحبها وكان عمر يكرهها، فقال لى: طلقها فأبيتن فأتى عمر رضى الله عنه رسول لل صلى الله عليه وسلم، فذكر ذلك له، فقال لى رسول الله صلى الله عليه وسلم طلقها (سنن الترمذى-1/224، رقم-1189، سنن ابى دواد، رقم-5138)

لا يجب على الزوج تطليق الفاجرة ولا عليها تسريح الفاجر، إلا إذا خافا أن لا يقيما حدود الله فلا بأس أن يتفرقا (رد المحتار، زكريا-9/611، كرتاشى-6/427)

لا يجب التطليق عليه، لأن الزوج قد أدى حقه والإثم عليها، هذا مااقتضاه الشرع، وأما مقتضى غاية التقوى فهو أن يطلقها (نفع المفتى والسائل-163)

ولا يجب على الزوج تطليق الفاجرة ولا عليها تسريح الفاجر، إلا إذا خافا أن لا يقيما حدود الله فلا بأس أن يفترقا (البحر الرائق، زكريا-3/188، كرتاشى-3/107)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

গুগল দেখে নামাজের সময় নির্ধারণ করা যাবে কী? ইচ্ছেকৃত নামাজ দেরিতে পড়া বড় গুনাহ?

প্রশ্ন: ১- Google গুগল থেকে নামাজের সময় সূচির জানা ও তার উপর আমল করা কতটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস