প্রশ্ন
কাকরাইল এর একজন তাবলিগী মুরব্বি
তিনি তার বয়ানে একটি দলিল দিয়েছিলেন যে আলেমরা কেন ১ সাল লাগাবে এই ব্যাপারে,তিনি বলেছিলেন যে, হযরত মুসয়াব ইবনে উমাইর (রা) কে রাসুলুল্লাহ সাঃ মদিনায় পাঠিয়েছিলেন মদিনার লোকদের কে শিক্ষা দেওয়ার জন্য তিনি তথায় ১ বছর শিক্ষা দিয়ে এসেছিলেন।
এই জন্য আলেমেরা ও এক সাল লাগাবে।
পরবর্তীতে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসুল সাঃ সাহাবি কে মুয়াল্লিম হিসাবে পাঠিয়েছিলেন তাহলে এটা মুবাল্লিগের দলিল হল কিভাবে?
এই ব্যাপারে আপনার অভিব্যক্তি কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
আলেমদের তাবলীগের কাজে এক সাল সময় দেয়ার বিষয়ে উপরোক্ত দাবী এবং দলীল সঠিক নয়। বরং এটা এক ধরণের বিকৃতি। এভাবে দলীল দেয়া কিছুতেই উচিত নয়।
প্রচলিত তাবলীগের পদ্ধতিতে এক সাল সময় দেয়ার দলীল কুরআন ও হাদীস থেকে খুঁজতে যাওয়াটাই বোকামী।
এভাবে বলা যেতে পারে যে, নবীদের সারা জীবনের কাজ ছিল দাওয়াত ও তাবলীগ। তাই নবীদের ওয়ারিস উলামাগণও সেই ওয়ারাসাতের দায়িত্ব পালনের নিমিত্তে বেশি বেশি থেকে এ কাজের সাথে জোড়া উচিত। সেই হিসেবে এক সালের নিসাব খুবই যুতসই।
ব্যস এতটুকুই। দাওয়াতের কাজের যে ফযীলত কুরআন ও হাদীসে বিদ্যমান আছে, তাই যথেষ্ট এ কাজের শ্রেষ্ঠত্ব ও ফাযায়েলের জন্য। নতুন করে ফযীলত আবিস্কারের কোন প্রয়োজন নেই।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– ahlehaqmedia2014@gmail.com