প্রচ্ছদ / ওয়াকফ/মসজিদ/ঈদগাহ / মসজিদের ভিতরে সামনের দিকে এক পাশে আল্লাহু এবং অন্য পাশে মুহাম্মদ লেখার হুকুম কী?

মসজিদের ভিতরে সামনের দিকে এক পাশে আল্লাহু এবং অন্য পাশে মুহাম্মদ লেখার হুকুম কী?

প্রশ্ন

From: মাহে আলম, গোবিন্দগঞ্জ,গাইবান্ধা।
বিষয়ঃ মসজিদ

প্রশ্নঃ
আস ছালামু আলাইকুম। যদিও এরকম প্রশ্নের উত্তর আরো দিয়েছেন তারপরেও লিখছি। মসজিদের ভিতরে সামনের দিকে একপাশে আল্লাহ  অন্যপাশে মোহাম্মদ এবং মেহেরাবে দুপাশে মিনার কিংবা মসজিদে নববী বা কাবার ছবি লাগানো যাবে কি না। আমাদের গ্রামের মসজিদের টাইলসের কাজ চলছে তাই প্রশ্নটি উত্তর জরুরী আশা করছি।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

না। যাবে না। এসব কিবলা দিকের দেয়ালে আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ও কাবা বা মসজিদের নববীর ছাবি ইত্যাদি ছবি লাগানোও মাকরূহ। [কেফায়াতুল মুফতী, কদীম-৩/১৪০, জাদীদ-১০/৩৮৫, ফাতাওয়া কাসিমিয়া-১৮/৫৫৮]

فى الدر المختار: ويكره التكلف بدقائق النقوش ونحوها خصوصا فى جدار القبلة

وفى رد المحتار: كره بعض مشايخنا النقش على المحراب وحائط القبلة، لأنه يشغل قلب المصلى (الدر المختار مع رد المحتار، زكريا-2/431، كرتاشى-1/658، الفقه على مذاهب الأربعة، دار الفكر بيروت-1/287)

وليس بمستسن كتابة القرآن على المحارب والجدران لم يخاف من سقوط الكتابة وان توطأ (الفتاوى الهندية-1/109، جديد-1/168)

قال رسول الله صلى الله عليه وسلم ما أمرت بتشدييد المساجد قال ابن عباس لتزخرفنها زخرفت اليهود والنصارى (سنن أبى داود، النسخة الهندية-1/65، دار السلام، رقم-448)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com 

আরও জানুন

‘ছেলে হলে আল্লাহর রাস্তায় ওয়াকফ করবো’ নিয়ত করার পর ছেলে হলে করণীয় কী?

প্রশ্ন আসসালামু আলাইকুম সম্মানিত মুফতি সাহেব! আমার প্রশ্ন আমার বিবি যখন গর্ভবতী হয়, তখন আমি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস