প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / যে পশুর সাথে সঙ্গম করা হয়েছে এমন পশু কুুরবানী দেয়ার হুকুম কী?

যে পশুর সাথে সঙ্গম করা হয়েছে এমন পশু কুুরবানী দেয়ার হুকুম কী?

প্রশ্ন

নাম: মোঃ আল আমিন

বিষয়: কুরবানী

আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
হুজুর কেমন আছেন? আপনাদের সাইট থেকে অনেক উপকৃত হচ্ছি।

আমার প্রশ্নটি হলঃ- যদি কোন পশুর সাথে সঙ্গম করা হয় সে পশু দ্বারা কুরবানী করা যাবে কিনা? যদি যায় সেটা কিভাবে এবং তার হুকুম কি?

হুজুর উত্তরটি খুব দ্রুত দিলে ভাল হয়।

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

মানুষের সহবাসকৃত পশুর গোশত খাওয়া যেহেতু মাকরূহ, তাই এমন পশু দিয়ে কুরবানী করাও মাকরূহ।

যদি নিজ মালিকানাধীন পশুর ক্ষেত্রে এমন করে থাকে, তাহলে উচিত হলো, উক্ত পশু জবাই করে জ্বালিয়ে দেয়া।

যদি উক্ত ব্যক্তির উপর কুরবানী করা ওয়াজিব হয়ে থাকে, তাহলে অন্য আরেকটি পশু ক্রয় করে কুরবানী দিবে।

وتذبح البهيمة وتحرق على وجه الاستحباب، ولا يحرم اكل لحمها (رد المحتار، كتاب الطهارة، أبحاث الغسل، كرتاشى-1/154)

وتذبح ثم يحرق ويكره الانتفاع بها حية ومية (الدر المختار مع رد المحتار، كتاب الحدود، مطلب فى وطء الدابة، كرتاشى-3/213)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

প্রাইভেট গাড়িতে চলার সময়ও পর্দা লাগিয়ে চলা কি বাড়াবাড়ি?

প্রশ্ন السلام عليكم ورحمة الله وبركاته আমি কিছু আলেম পরিবারকে দেখেছি যারা তাদের মহিলাদেরকে প্রাইভেট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস