প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / অন্যের কাছে ঋণ থাকা নেসাব পরিমাণ সম্পদ ঈদের পর হাতে আসবে এমন ব্যক্তির উপর কী কুরবানী আবশ্যক?

অন্যের কাছে ঋণ থাকা নেসাব পরিমাণ সম্পদ ঈদের পর হাতে আসবে এমন ব্যক্তির উপর কী কুরবানী আবশ্যক?

প্রশ্ন

যদি কোন ব্যক্তি একজনের কাছে টাকা পায়। যে টাকা নেসাব পরিমাণ। সে ঈদের এক সপ্তাহ পর টাকা দিবে। এছাড়া তার কাছে নেসাব পরিমাণ সম্পদ নেই।

এমতাবস্থায় কি উক্ত ব্যক্তির উপর কুরবানী করা আবশ্যক?

উত্তর

بسم الله الرحمن الرحيم

না, উক্ত ব্যক্তির উপর কুরবানী করা আবশ্যক নয়।

لو كان عليه دين بحيث لو صرف فيه نقص نصابه لا تجب، وكذا لو كان له مال غائب لا يصل إليه فى أيامه (الفتاوى الهندية-5/292، جديد-5/337)

وكذا لو كان له مال غائب لا يصل إليه فى أيام النحر، لأنه فقير وقت غيبة المال (بدائع الصنائع، زكريا-4/196، كرتاشى-5/64)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

‘সুন্দর সম্পর্ক কেন নষ্ট করে দিলা’ বলার দ্বারা কি স্ত্রী তালাক হয়ে যায়?

প্রশ্ন আস্সালামুআলাইকুম মুফতি সাহেব, এই প্রশ্ন কয়েকটা আগেও করেছিলাম, উত্তর না পেয়ে আবার করছি| ওয়াসওয়াসা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *