প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / কুরবানী করতে নিয়োগপ্রাপ্ত উকীল নিজের পক্ষ থেকে কুরবানী করে ফেললে কুরবানীটি কার পক্ষ থেকে হবে?

কুরবানী করতে নিয়োগপ্রাপ্ত উকীল নিজের পক্ষ থেকে কুরবানী করে ফেললে কুরবানীটি কার পক্ষ থেকে হবে?

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

সম্মানিত মুফতি সাহেবের নিকটে জানার বিষয় হল।

আমার দাদা হজ্বে যাওয়ার আগে একটি ছাগল ক্রয় করে আমার পিতাকে দিয়ে বললেন, আমি হজে যাওয়ার পরে এটি আমার পক্ষ থেকে কুরবানী করে দিও। কিন্তু আমার দাদা হজে যাওয়ার পরে উক্ত  ছাগলটি আমার পিতা আমার পক্ষ থেকে কোরবানি করেন ‌‌।

এখন জানার বিষয় হল উক্ত কুরবানী কার পক্ষ থেকে আদায় হয়েছে ?

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

 কুরবানীটি আপনার দাদার পক্ষ থেকেই হয়েছে। আপনার পক্ষ থেকে হয়নি।

رجل دعا قصابا ليضحى له فضحى القصاب عن نفسه فهو عن الآمر (الفتاوى الهندية-5/303، رد المحتار، زكريا-9/477، مجمع الأنهر-4/175، الأشباه والنظائر-40)

الأضحية فذبحها غيره بلا إذنه، فإن أخذها مذبوحة ولم يضمنه أجزأته، وإن ضمنه لا تجزئه، وهذا إذا ذبحها عن نفسه (الدر المختار مع رد المحتار، زكريا-9/477، بيروت-9/400)

ذبح المشتراة لها بلا نية الاضحية جازت اكتفاء بالنية عند الشراء (الفتاوى الهندية-5/294، مجمع الأنهر-4/175)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

মুসলমানদের জন্য হিন্দু পরিচয় দিয়ে ইসকনের মিছিলে শরীক হওয়ার হুকুম কী?

প্রশ্ন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের ধর্মীয় সাম্প্রদায়িক মিছিলে যেসব মুসলমান শরীক হয়, নিজেদের হিন্দু পরিচয় দেয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *