প্রচ্ছদ / কুরবানী/জবেহ/আকীকা / দুই ভাই মিলে কুরবানীর এক অংশে শরীক হলে কুরবানী হবে কি?

দুই ভাই মিলে কুরবানীর এক অংশে শরীক হলে কুরবানী হবে কি?

প্রশ্ন

দুই ভাই মিলে যদি এক নামে পাঁচ শরিকের মধ্যে এক শরীক এর নাম দেয়, তাহলে কি তাদের কুরবানী হবে? নাকি কাহারো কুরবানী হবে না? এ অবস্থায় যদি তারা পশু ক্রয় করে পেলে তাহলে হুকুম কি?

মোঃ আতাউল করিম

নারায়ণ পুর, সিন্দুর পুর, দাগন ভূঁইয়া, ফেনী

উত্তর

بسم الله الرحمن الرحيم

উক্ত কুরবানী হবে না। [কিতাবুন নাওয়াজেল-১৪/৫৩২]

এভাবে পশু ক্রয় করে ফেললে একাংশে শরীক হওয়া দুই ভাইয়ের টাকা ফেরত দিয়ে উক্ত পশু দিয়ে কুরবানী করলে কুরবানী আদায় হয়ে যাবে।

অন্যথায় তাদের শরীক রেখে কুরবানী করলে আদায় হবে না।

ولو لأحدهم أقل من سبع لم يجز عن أحد (الدر المختار، زكريا-9/457)

وإذا كان الشركاء فى البدنة أو البقرة ثمانية لا يجزئهم، لأن نصيب أحدهم أقم من سبع (الفتاوى التاتارخانية-17/453، رقم-27804)

ولأن القياس يأبى جوازها عن أكثر من واحد لما ذكرنا أن القربة فى الذبح، وأنه فعل واحد لا يتجزأ، لكنا تركتا القياس بالخبر المقتضى للجواز عن سبعة مطلقا، فيعمل بالقياس فيما وراءه، لأن البقرة بمنزلة سبع شياه (بدائع الصنائع، زكريا-4/206-207)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

স্ত্রীকে ‘তালাক তালাক তালাক’ বললে কয় তালাক পতিত হয়?

প্রশ্ন আসসালামু আলাইকুম। হুজুর!  স্বামী স্ত্রী  ঝগড়া করতে করতে এক পর্যায়ে স্বামী তালাক তালাক তালাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *