প্রচ্ছদ / প্রশ্নোত্তর / ইহয়াউ উলুমিদ্দীন কিতাবে উদ্ধৃত ‘শবে বারাআতের বিশেষ নামায’ এর অস্তিত্ব আছে কি?

ইহয়াউ উলুমিদ্দীন কিতাবে উদ্ধৃত ‘শবে বারাআতের বিশেষ নামায’ এর অস্তিত্ব আছে কি?

প্রশ্ন

From: উখতু যুবায়ের
বিষয়ঃ শাবানের নামায

প্রশ্নঃ
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ৷ জনাব হুজুর ইহইয়াউ উলুমিদ্দীন ১ম খন্ডে উল্লেখ আছে যে শাবানের ১৫ তারিখ রাতে দু দু রাকআত করে একশ রাকআতে সূরা ফাতিহার পরে ১১ বার সূরা এখলাস অথবা প্রত্যেক রাকআতে ১০০ সূরা এখলাস পড়বে ৷ হযরত হাসান বসরী বলেন, ৩০ সাহাবী আমার কাছে এ হাদীস বর্ণনা করেন “যে ব্যক্তি রাতে এ নামায পড়বে, আল্লাহপাক তাঁর দিকে ৭০ বার রহমতের দৃষ্টিতে দেখবেন এবং প্রত্যেক দৃষ্টিতে তার ৭০ টি প্রয়োজন মেটাবেন ৷ তার মধ্যে সর্বনিম্ন প্রয়োজন হল মাগফেরাত ৷
পূর্ববর্তী বুযুর্গগণ এ নামায পড়তেন৷ একে ‘সালাতে খায়র’ বলা হয় ৷
আমার প্রশ্ন হল উপরোক্ত বক্তব্যটি কি সহীহ? না যয়ীফ?  বিস্তারিত জানালে উপকৃত হবো ইনশাআল্লাহ ৷
ফি আমানিল্লাহ।

উত্তর

وعليكم السلام ورحمة وبركاته

بسم الله الرحمن الرحيم

লাইলাতুর বারাআতে পড়া সংক্রান্ত উক্ত নামাযের কোন ভিত্তি নেই। এটি একটি বানোয়াট বর্ণনা। তাই এর উপর বিশ্বাস করে আমল করার সুযোগ নেই।

তবে লাইলাতুল বারাআতে এমন নির্দিষ্ট পদ্ধতির নামায ছাড়া নফল নামায পড়াতে কোন সমস্যা নেই।

وقال العراقي: حديث صلاة ليلة النصف باطل …….. عن علي بن أبي طالب رضي الله عنه عن النبي – صلّى الله عليه وسلم – أنه قال يا علي من صلّى مائة ركعة في ليلة النصف من شعبان يقرأ في كل ركعة بفاتحة الكتاب وقل هو الله أحد عشر مرات ما من عبد يصلي بهذه الصلاة إلا قضى الله له كل حاجة طلبها تلك الليلة ثم أطال في الثواب من هذا الجنس قدر صفحة تركت ذكره ثم قال هذا حديث لا شك أنه موضوع (تخريج احاديث إحياء علوم  الدين، دار العاصمة للنشر الرياض-1/518-519)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল[email protected]

0Shares

আরও জানুন

ইমামের সামনের সুতরা কি মাসবূক মুসল্লিদের জন্য যথেষ্ট?

প্রশ্ন ইমামের সুতরা মুসল্লিদের জন্য যথেষ্ট কি না? এবং ইমামের সুতরা মসবুক ব্যাক্তির জন্য যথেষ্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *