প্রচ্ছদ / আদব ও আখলাক / যদি ডান হাতে তরকারী ও খাবার লেগে থাকে তাহলে বাম হাতে চামচ দিয়ে তরকারী ইত্যাদি নেয়া যাবে কি?

যদি ডান হাতে তরকারী ও খাবার লেগে থাকে তাহলে বাম হাতে চামচ দিয়ে তরকারী ইত্যাদি নেয়া যাবে কি?

প্রশ্ন

যদি ডান হাতে তরকারী ও খাবার লেগে থাকে তাহলে বাম হাতে চামচ দিয়ে তরকারী ইত্যাদি নেয়া যাবে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

নেয়া যাবে।

يجعل يمينه لطعامه وشرابه وشماله لما سوى ذلك، فإن احتيج إلى الاستعانة بالشمال فبحكم التبعة (عمدة القارى، باب التسمية على الطعام والأكل باليمين، زكريا-14/387، دار احياء التراث العربى-21/29، تحت رقم الحديث-5375)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

মুসলমানদের জন্য হিন্দু পরিচয় দিয়ে ইসকনের মিছিলে শরীক হওয়ার হুকুম কী?

প্রশ্ন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের ধর্মীয় সাম্প্রদায়িক মিছিলে যেসব মুসলমান শরীক হয়, নিজেদের হিন্দু পরিচয় দেয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *