প্রচ্ছদ / আদব ও আখলাক / খানার মাঝখানে ডান হাতে ঝুল ইত্যাদি লেগে থাকা অবস্থায় কোন হাতে পানি পান করবে?

খানার মাঝখানে ডান হাতে ঝুল ইত্যাদি লেগে থাকা অবস্থায় কোন হাতে পানি পান করবে?

প্রশ্ন

From: জাকারিয়া
বিষয়ঃ পানি খাওয়ার সঠিক নিয়ম

প্রশ্নঃ
আমরা তো সাধারণত তরল বা ঝুল মাখিয়ে হাতে খাবার খাই,  তো কথা হলো,  রাসুল (সাঃ) পানি ডান হাতে পান করতে আদেশ করেছেন,  এমতাবস্থায় আমরা কি করবো,  বাম হাতে নিয়ে হালকা করে ডান হাত ভর করা নাকি নিয়ম ঠিক নয়,  তো সঠিক টা কি হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

ডান হাতে পানি পান করাই সুন্নাহ সম্মত। বাম হাতে পান করা সুন্নাতের খেলাফ এবং শয়তানের সাদৃশ্যপূর্ণ কাজ। তাই ডান হাত দিয়ে পানি করাই উচিত।

তবে যদি একাধিক ব্যক্তি এক সাথে খানা খেতে বসে, আর অন্য ব্যক্তির জন্য ঝুটা লাগা পাত্র ব্যবহারে অশ্বস্তিবোধ হয়, তাহলে বাম হাতে গ্লাস ধরে ডান হাতের উপর রেখে পানি পান করাতে কোন সমস্যা নেই। [আলজামিয়াতুল বিন্নুরিয়া আলআলমিয়া, ফাতাওয়া নং-৭৯৬১]

وفى رواية بن عمر رضي الله عنه إذا أكل أحدكم فليأكل بيمينه وإذا شرب فليشرب بيمينه؛ فإن الشيطان يأكل بشماله ويشرب بشماله. وكان نافع يزيد فيها: ولايأخذ بها ولايعطي بها. فيه استحباب الأكل والشرب باليمين وكراهتهما بالشمال. وقد زاد نافع الأخذ والإعطاء، وهذا إذا لم يكن عذر، فإن كان عذر يمنع الأكل والشرب باليمين من مرض أو جراحة أوغير ذلك فلاكراهة في الشمال. وفيه أنه ينبغي اجتناب الأفعال التي تشبه أفعال الشياطين، وأن للشياطين يدين (شرح النووي على مسلم ، ۱۳/ ۱۹۱، دار إحياء التراث العربي)

قال صلى الله عليه وسلم: سيد إدام أهل الجنة اللحم، وأخذ لقمةً بيمينه وتمرةً بشماله، وقال: هذه إدام هذه ( المبسوط للسرخسي، کتاب الایمان،باب الاکل، ۸/ ۱۷۷، دار المعرفة)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

স্বপ্নে পায়ুপথে সহবাস করতে দেখার ব্যাখ্যা কী?

প্রশ্ন আস্সালামুআলাইকুম শাইখ। আমার নাম উদয় খান। আমি ঢাকা থেকে বলছি। আমি গতকাল রাতে স্বপ্নে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *