প্রশ্ন
প্রশ্নকারীর নাম: নাম প্রকাশে অনিচ্ছুক
ঠিকানা: কালকিনি মাদারীপুর
জেলা/শহর: মাদারীপুর
দেশ: বাংলাদেশ
প্রশ্নের বিষয়: যাকাত বিষয়ে
বিস্তারিত:
—————-
এক ব্যাক্তি ত্রিশ লক্ষ টাকা ব্যাবসায় ইনভেস্ট করেছে, এখন ঐ ব্যাক্তির উপর উক্ত টাকার উপর কি যাকাত আসবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
ইনভেস্ট করে যদি কোন পণ্য ক্রয় করে বিক্রি করার জন্য তাহলে উক্ত পণ্যের মূল্যের উপর যাকাত আসবে। আর যদি কোন যন্ত্র ক্রয় করে, তাহলে উক্ত যন্ত্রের উপর যাকাত আসবে না। বরং উক্ত যন্ত্র দিয়ে যে ব্যবসা করবে, সেই টাকা নেসাব পরিমাণ হলে, যাকাত দিতে হবে।
উদাহরণতঃ
যদি আপনি ব্যবসা করার নিয়তে কাপড় তৈরীর মেশিন ক্রয় করেন। তাহলে উক্ত ক্রয়কৃত মেশিনটি ব্যবসা করার যন্ত্র। পণ্য নয়। তাই এর মূল্যের উপর যাকাত আসবে না।
কিন্তু উক্ত মেশিন দিয়ে উৎপাদিত কাপড় ব্যবসায়িক পণ্য। এর উপর যাকাত আসবে।
আর আপনি যদি মেশিনই পণ্য হিসেবে বিক্রি করে থাকেন, তাহলে মেশিন তখন ব্যবসায়িক পণ্য হয়ে যাবে। তখন এর মূল্যের উপর যাকাত আবশ্যক হবে।
আশা করি বুঝতে পেরেছেন।
عن ابن عمر قال: ليس فى العروض زكاة، إلا عرض فى تجارة، فإن فيه زكاة (المصنف لأبن أبي شيبة-6\526، رقم-10560)
عن ابن عمر قال: ليس فى العروض زكاة، إلا ماكان للتجارة (السنن الكبرى للبيهقى-6\64، رقم-7698)
وليس فى دور السكنى وثياب البدن وأثاث المنازل ودواب الركوب وعبيد الخدمة وسلاح الاستعمال زكاة، لأنها مشغولة بحاجة الأصلية (رد المحتار، زكريا-3\178، كرتاشى2\262)
ولا (زكاة) فى دور السكنى ونحوها وفى الشامية: كالحوانيت والعقارات (رد المحتار، زكريا-3\172، كرتاشى-2\265)
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।
উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।
ইমেইল– [email protected]