প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / কতটুকু বাধ্য হলে সুদী ঋণ গ্রহণ করা জায়েজ?

কতটুকু বাধ্য হলে সুদী ঋণ গ্রহণ করা জায়েজ?

প্রশ্ন

কতটুকু বাধ্য হলে সুদী ঋণ গ্রহণ করা জায়েজ আছে। দয়া করে বিস্তারিত জানাবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

ব্যক্তি এমন অপরাগ অবস্থায় উপনীত হয় যে, সে এবং তার পরিবার অনাহারে থাকে। সুদী ঋণ ছাড়া আর কোন গত্যান্তর না থাকে। এমতাবস্থায় যদি সুদী ঋণ না নেয়া হয়, তাহলে তার ও তার পরিবারের প্রাণনাশের অবস্থায় পতিত হবার সম্ভাবনা থাকে, তাহলে প্রয়োজনমাফিক সুদী ভিত্তিতে ঋণ গ্রহণ করা জায়েজ আছে।

প্রয়োজনের অতিরিক্ত জায়েজ নয়।

এছাড়া ব্যবসা বৃদ্ধির জন্য কিংবা জীবন ধারণ পরিমাণ অর্থ সম্পদ থাকা অবস্থায় সুদী ভিত্তিতে ঋণ করা জায়েজ নয়।

عَنْ جَابِرٍ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ ‏

জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, সুদ গ্রহীতার উপর, সুদদাতার উপর, এর লেখকের উপর ও উহার সাক্ষীদ্বয়ের উপর এবং বলেছেন এরা সকলেই সমান। [সহীহ মুসলিম-২/২৭, হাদীস নং-১৫৯৮, ইফাবা-৩৯৪৮, সুনানে তিরমিজী-১/২২৯, হাদীস নং-১২০৬]

 

الضرورات بيح المحظورات ومنثم جاز أكل الميتة عند المخمصة (الأشباه والنظائر، قديم-1/140، قواعد الفقه، أشرفى-89، رقم-170، الموسوعة الفقهية الكويتية-22/162، 28/180، شرح المجلة لرستم باز-1/29، رقم المادة-21)

ويجوز للمحتاج الاستقراض بالربح (الأشباه والنظائر، قديم-149، الجوهرة النيرة، كتاب البيوع، باب الربا، زكريا-1/211، كويته-6/126)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

মহিলাদের এনআইডি কার্ড করার জন্য পর পুরুষের সামনে ছবি তুলতে মুখ খোলার হুকুম কী?

প্রশ্ন আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ৷ আহলে হক্ব মিডিয়া কর্তৃৃৃপক্ষ কে আসন্ন রমজানের শুভাচ্ছে রইল ৷ আমার প্রশ্নটা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *