প্রচ্ছদ / নামায/সালাত/ইমামত / সহশিক্ষা আছে এমন প্রতিষ্ঠানে চাকুরীকারী ব্যক্তির পিছনে নামায পড়ার হুকুম কী?

সহশিক্ষা আছে এমন প্রতিষ্ঠানে চাকুরীকারী ব্যক্তির পিছনে নামায পড়ার হুকুম কী?

প্রশ্ন

সম্মানিত মুফতী সাহেব!

আসসালামু আলাইকুম।

‘একজন আলেম’ যিনি প্রথমে  কওমি মাদ্রাসা থেকে মাওলানা শেষ করেছেন এবং পরবর্তীতে আলিয়া মাদ্রাসা থেকে কামিল শেষ করেছেন।

বর্তমানে তিনি একটি আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন যেখানে প্রচলিত শিক্ষা পদ্ধতিতে পাঠদান কার্যক্রম চালু রয়েছে।

তবে মেয়েরা পর্দা সহকারে (মুখও পর্দায় আবৃত থাকে) ক্লাসে উপস্থিত হয়।

এবং উক্ত আলেম ব্যক্তিগত ভাবেও যথাসাধ্য পর্দার হুকুম মেনে ক্লাসে পড়ান।

আলিয়া মাদ্রাসায় পড়ানোর পাশাপাশি তিনি একটি কওমি মাদ্রাসায়ও ক্লাস করিয়ে থাকেন। এবং সামাজিকভাবেও তিনি শরিয়তের বিধিনিষেধ যথাযথ পালনে সচেষ্ট থাকেন।

উক্ত আলেম তার গ্রামের একটি মসজিদে জুমার ইমাম হিসেবে নিযুক্ত রয়েছেন।

এখন জানার বিষয় হলো এমতাবস্থায় তার পিছে জনসাধারণের নামাজ আদায়ের ক্ষেত্রে কোনো সমস্যা আছে কি না?

-মাহমুদুল হাসান

(নড়াইল)

উত্তর

وعليكم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

যেহেতু উক্ত ইমাম পর্দা রক্ষা করে চলেন। তাই তার পিছনে নামায পড়তে কোন সমস্যা নেই। যদি পর্দা লঙ্ঘণ করে থাকেন, তাহলেই কেবল মাকরূহ হতো।

وكره إمامة الفاسق العالم لعدم اهتمامه بالدين فتجب إهانته شرعا، فلا يعظم بتقديمه للإمامة (حاشية الطحطاوى على مراقى الفلاح، كتاب الصلاة، فصل فى بيان الأحق بالإمامة-303، رد المحتار، زكريا-2/298، كرتاشى-1/560)

الحظر معزيا للجوهة ولا يكلم الأجنية (رد المحتار، زكريا-9/530، كرتاشى-6/369)

لا يخلون رجل بامرأة إلا مع ذى رحم محرم (صحيح البخارى-2/787، رقم-5233)

قال أبو هريرة قال: إن الله كتب على ابن آدم حظه من الزنى فزنى العين النظر وزنى اللسان النطق (صحيح البخارى-2/922، رقم-6243)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

স্ত্রীকে দুই তালাক দিলে কি আবার বিয়ে করতে হবে?

প্রশ্ন দুই তালাক বলে ফেলছি এখন কি আবার নতুন করে বিয়ে করতে হবে? উত্তর بسم …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস