প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ / মুসলমানদের জন্য হিন্দুদের ধর্মীয় গান গাওয়ার হুকুুম কী?

মুসলমানদের জন্য হিন্দুদের ধর্মীয় গান গাওয়ার হুকুুম কী?

প্রশ্ন

কোন মুসলমানের জন্য হিন্দু ধর্মের ধর্মীয় সংগীত গাওয়া বা শিখানো জায়েজ হবে কি?

যেমন ‘ওম জয় জগদিশ হরি’ ইত্যাদি পংক্তি গাওয়া ও শিখানোর হুকুম কী?

উত্তর

بسم الله الرحمن الرحيم

মুসলমানদের জন্য হিন্দুদের ধর্মীয় সংগীত গাওয়া এবং শিখানো সবই হারাম। বরং তার কাফের হয়ে যাবার সম্ভাবনা তৈরী হয়। তাই এহেন কাজ থেকে বিরত থাকা প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক।

اذا اطلق الرجل كلمة الكفر عمدا لكنه لم يعتقد الكفر، قال بعض أصحابنا لا يكفر، قال بعضهم: يكفر وهو الصحيح عندى كذا فى البحر: ومن أتى بلفظ الكفر وهو لم يعلم أنها كفر إلا أنه أتى بها عن اختيار يكفر عند عامة العلماء، خلافا للبعض، ولا يعذر بالجهل (الفتاوى الهندية-2\276، مجمع الأنهر-2\502)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

মুসলমানদের জন্য হিন্দু পরিচয় দিয়ে ইসকনের মিছিলে শরীক হওয়ার হুকুম কী?

প্রশ্ন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের ধর্মীয় সাম্প্রদায়িক মিছিলে যেসব মুসলমান শরীক হয়, নিজেদের হিন্দু পরিচয় দেয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *