প্রচ্ছদ / প্রশ্নোত্তর / মায়ের মামার মেয়েকে বিবাহ করা যাবে কি?

মায়ের মামার মেয়েকে বিবাহ করা যাবে কি?

প্রশ্ন

নাম:
MD:MAMUN

আমি কি আমার মায়ের মামার মেয়েকে বিবাহ করতে পারব?

উত্তর

بسم الله الرحمن الرحيم

পারবেন। বিয়ে করাতে কোন বিধিনিষেধ নেই।

وَأُحِلَّ لَكُم مَّا وَرَاءَ ذَٰلِكُمْ أَن تَبْتَغُوا بِأَمْوَالِكُم مُّحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ ۚ [٤:٢٤]

এদেরকে ছাড়া তোমাদের জন্যে সব নারী হালাল করা হয়েছে, শর্ত এই যে, তোমরা তাদেরকে স্বীয় অর্থের বিনিময়ে তলব করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য-ব্যভিচারের জন্য নয়। [সূরা নিসা-২৪]

واحل لكم ما ورآء ذلكم أى ما عدا من ذكرنا من المحارم هن لمك حلال (تفسير ابن كثير-1\474)

 

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

পরিচালক: শুকুন্দী ঝালখালী তা’লীমুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা, মনোহরদী নরসিংদী।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

তালাকের সন্দেহের দ্বারা কি কোন তালাক পতিত হয়?

প্রশ্ন ‘তালাক’ শব্দটি বলেছে কি না- ভাবনার সময় ‘তালাক দিলাম’  উচ্চারণে কি তালাক হয়? আসসালামু …

Leave a Reply

Your email address will not be published.

আহলে হক্ব বাংলা মিডিয়া সার্ভিস