প্রচ্ছদ / জায়েজ নাজায়েজ / বিধর্মী কর্তৃক মদ ও শুকর বিক্রির টাকা মুসলমানকে হাদিয়া দিলে তা গ্রহণ করা যাবে?

বিধর্মী কর্তৃক মদ ও শুকর বিক্রির টাকা মুসলমানকে হাদিয়া দিলে তা গ্রহণ করা যাবে?

প্রশ্ন

বিধর্মী ব্যক্তি তার হারাম উপার্জন যেমন মদ ও শুকর বিক্রির টাকা মুসলমানকে হাদিয়া দিলে মুসলমানের জন্য তা গ্রহণ করার হুকুম কী? একটু তাড়াতাড়ি জানালে বড়ই উপকার হতো।

উত্তর

بسم الله الرحمن الرحيم

মদ ও শুকরের মাধ্যমে উপার্জিত টাকা বিধর্মীদের কাছে তাদের ধর্ম বিশ্বাস মতে হালাল। এ কারণে অমুসলিম ব্যক্তির এমন হারাম টাকা মুসলমানদের জন্য হাদিয়া হিসেবে প্রদান করলে মুসলমানদের জন্য তা গ্রহণ করা জায়েজ আছে।

إن بلالا قال: لعمر بن الخطاب إن عما لك ياخذون الخمر، والخنازير فى الخراج، فقال: لا تأخذوها منهم، ولكن ولوهم ببيعها وخذوا أنتم من الثمن، فهذا عمر قد أجاز لأهل الذمة بيع الخنازير، والخمر، وأجاز للمسلمين أخذ أثمانهما فى الجزية، والخراج وذلك بمحضر من الصحابة ولم ينكر عليه منكر (إعلاء السنن، باب حرمة بيع الخمر والميتة والخمر والخنزير والأصنام، دار الكتب العلمية بيروت-14/134-135، كرتاشى-14/111، بدائع الصنائع، زكريا-4/334، كرتاشى-5/143)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

0Shares

আরও জানুন

গর্ভবতী স্ত্রীকে তিন তালাক দিলে স্ত্রীকে কিভাবে ফিরিয়ে আনবে?

প্রশ্ন সময় নস্ট করার জন্য দু:খিত প্রশ্নটি হল একজন তার স্ত্রীকে তিন তালাক দিয়েছিল দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *