প্রচ্ছদ / অপরাধ ও গোনাহ /  হারাম টাকায় ক্রয় করা ফসলী জমির ফসলের হুকুম কী?

 হারাম টাকায় ক্রয় করা ফসলী জমির ফসলের হুকুম কী?

প্রশ্ন

 হারাম টাকায় ক্রয় করা ফসলী জমির ফসলের হুকুম কী?

উত্তর

بسم الله الرحمن الرحيم

উক্ত জমির ফসল ভোগ করা উক্ত ব্যক্তির জন্য জায়েজ নয়। হারাম টাকায় ক্রয় করা বস্তু ও হারামের অন্তর্ভূক্ত থাকে।

তবে যদি উক্ত হারাম টাকা মূল মালিককে ফেরত দেয়া হয়, তাহলে উক্ত জমি হালাল হয়ে যাবে। সেই হিসেবে তার ফসল ও হালাল হবে।

صرخ الفقهاء بأن من اكتسب مالا بغير حق، أو بغير عقد كالسرقة، الغصب، والخيانة، والغلول، ففى جميع الأحوال المال الحاصل له حرام عليه (بذل المجهود، كتاب الطهارة، باب فرض الوضوء، سهارن بور-1/37، دار البشائر الإسلامية بيروت-1/359، تحت رقم الحديث-59)

والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী

পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।

ইমেইল– ahlehaqmedia2014@gmail.com

আরও জানুন

মুসলমানদের জন্য হিন্দু পরিচয় দিয়ে ইসকনের মিছিলে শরীক হওয়ার হুকুম কী?

প্রশ্ন হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের ধর্মীয় সাম্প্রদায়িক মিছিলে যেসব মুসলমান শরীক হয়, নিজেদের হিন্দু পরিচয় দেয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *